• ঢাকা
  • সোমবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ; ২০ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

যুক্তরাজ্য গমণ উপলক্ষে টেংরার এমাদ উদ্দিন কে নেহা গ্রুপের সংবর্ধনা


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বৃহস্পতিবার, ০৯ মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৬:৫৪ পিএম;
যুক্তরাজ্য গমণ উপলক্ষে টেংরার এমাদ উদ্দিন কে নেহা গ্রুপের সংবর্ধনা
যুক্তরাজ্য গমণ উপলক্ষে টেংরার এমাদ উদ্দিন কে নেহা গ্রুপের সংবর্ধনা

 .

নেহা গ্রুপের উচ্চতর কর্মকর্তা বিশ্বনাথের টেংরার এমাদ উদ্দিন কে মে বৃহস্পতিবার সকালে বিশ্বনাথে নেহা গ্রুপের চেয়ারম্যান কার্যালয়ে এক  সংবর্ধণা প্রদান করা হয়েছে।  সংবর্ধণা অনুষ্ঠানটি নেহা গ্রুপের চেয়ারম্যান কমিশনার আব্দুল মতিন রনির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।  এতে বক্তব্য রাখেন, বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শাহিন উদ্দিন, নেহা গ্রুপের স্টাফদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, সুমন আহমদ সংবর্ধিত এমাদ উদ্দিন।.

 .

 .

 .

 .

 উপস্থিত ছিলেন বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার ব্যবসায়ি আব্দুস সোবহান। অনুষ্ঠানের সভাপতি নেহা গ্রুপের চেয়ারম্যান কমিশনার আব্দুল মতিন রনি বলেন, আমি একটি গরীব খেটে খাওয়া পরিবারের সন্তান ছিলাম। আমার পরিশ্রম ব্যবসায় সততার নীতি অবলম্বন করার কারণে আজকে আমি একজন ব্যবসায়ি একটি কোম্পানির চেয়ারম্যান হতে পেরেছি। যে কোম্পানিতে প্রায় চল্লিশ জনের মত যুবক কাজ করে জীবিকা নির্বাহ করতে পারছে। আমার পরিবার আজ থেকে ২৫ বৎসর পূর্বে একটি দরিদ্র পরিবার ছিলো কিন্তু মহান আল্লাহতালা ২৫ বৎসরের ব্যবধানে আমাদেরকে অনেক সম্পদের মালিক করেছেন সেই জন্য মহান আল্লাহর দরবারে আমি অশেষ শুকরিয়া আদায় করি।.

 .

চেয়ারম্যান রনি আরো বলেন, আমার দুইটি ভাতিজা একজন ভাইকে লন্ডনে পৌছাতে পারায় আমার জীবন স্বার্থক হয়েছে। তিনি বলেন, আমিও যেতে পারতাম উন্নত রাষ্ট্রে কিন্তু আমার কোম্পানির এই চল্লিশজন  যুবক তারা কি করবে? এই চিন্তায় আমি প্রবাসে যেতে পারছিনা। তিনি এমাদকে উপদেশ দিয়ে বলেন, প্রবাসে গিয়ে  পরিবার, গ্রাম, এলাকা স্বদেশকে যেন না ভুলেন। জন্মভূমির কল্যাণে কাজ করার জন্য চেয়ারম্যান আব্দুল মতিন রনি  ভাতিজা এমাদকে  আহবান জানান পরিশেষে, কোম্পানির সকল স্টাফ চেয়ারম্যান রনি  এমাদ উদ্দিনকে নিয়ে কেক কাটা সম্পন্ন করে বিদায়ী ক্রেষ্ট হাতে তুলে দেন। .

 . .

ডে-নাইট-নিউজ / বিশ্বনাথ প্রতিনিধি

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ