• ঢাকা
  • শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৭ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

শ্রীলঙ্কায় বন্ধ হলো ম্যাকডোনাল্ডের ১২ আউটলেট


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: সোমবার, ২৫ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৪:৩১ পিএম;
শ্রীলঙ্কায় বন্ধ হলো ম্যাকডোনাল্ডের ১২ আউটলেট
শ্রীলঙ্কায় বন্ধ হলো ম্যাকডোনাল্ডের ১২ আউটলেট

যুক্তরাষ্ট্রের ফাস্ট ফুড জায়ান্ট ম্যাকডোনাল্ডস শ্রীলঙ্কায় তাদের সব স্টোর বন্ধ করে দিয়েছে। ম্যাকডোনাল্ডসের বিরুদ্ধে ‘দুর্বল স্বাস্থ্যবিধি’র অভিযোগ এনে আদালতে মামলা দায়ের করেন স্থানীয় ব্যবসায়ীরা। সেই মামলার পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠানটি তাদের কার্যক্রম বন্ধ করে দিয়েছে। .

মার্কিন প্রতিষ্ঠানটি ১৯৯৮ সালে শ্রীলঙ্কায় তাদের কার্যক্রম শুরুর পর ধীরে ধীরে ১২টি আউটলেট চালু করে। .

কলম্বোর বাণিজ্যিক হাইকোর্ট আগামী ৪ এপ্রিল পর্যন্ত ম্যাকডোনাল্ডসের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক মানের খাদ্য নীতি দেখাতে ব্যর্থ হওয়ায় আদালত এ নির্দেশ দিয়েছে।.

হাইকোর্টের নির্দেশনা বলা হয়েছে, স্থানীয় ব্যবসায়ীরা যে অভিযোগ করেছে তা তদন্ত না হওয়া পর্যন্ত ম্যাকডোনাল্ডস তাদের কার্যক্রম পরিচালনা করতে পারবে না। .

এদিকে এ ঘটনায় ম্যাকডোনাল্ডসের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। .

.

ডে-নাইট-নিউজ /

আর্ন্তজাতিক বিভাগের জনপ্রিয় সংবাদ