কমলনগরে নতুন চর জেগে উঠা চরকে নিয়ে স্বপ্ন বুনেছেন ভিটেমাটি হারা চর কালকিনি মানুষজন।.
কমলনগরে বিভিন্ন ইউনিয়নের নদী ভাঙ্গার পর জেগে উঠা নতুন চর কালকিনির'' ভূমিহীন মালিক দের (চর কাকড়া চর কালকিনি ভূমিহীন সমবায় সমিতির (রেজিঃ৪৭৭) এর আওতায় সমিতির পরিচালক নুরুল হুদা মাসুম ও স্থানীয় কালকিনির ইউ পি সদস্য মো: বেলাল মেম্বার এর নেত্রীত্রে।.
উক্ত ভূমির ভূমিহীনদের মধ্যে প্রায় ৩ থেকে ৪ শত লোকের উপস্থিতিতে ১টি ঘর ও সমিতির দুইটি সাইনবোর্ড ও ৪ টি লাল পতাকা উঠিয়ে দেওয়া হয়। পরে ঐ জমিতে বরো ধানের চাষাবাদ করা হয়। পরে দোয়া ও মিলাত আয়োজন করেন।.
ভূমিহীনদের পক্ষে স্থানীয় ইউ পি সদস্য বেলাল মেম্বার জানান,নতুন এই চর আমাদের পূর্ব পুষদের সম্পত্তি নদী ভাঙ্গা কারনেই আমরা ভূমিহীন হয়েছি। বর্তমানে নতুন কালকিনির চর জেগে উঠায় আমরা এখানে চাষাবাদ বরো ধানের চাষাবাদ করতেছি। এতে করে ভুমিহীন ও জমির মালিকরা খুশিতে আত্মহারা।. .
ডে-নাইট-নিউজ / কমলনগর প্রতিনিধিঃ
আপনার মতামত লিখুন: