• ঢাকা
  • রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২৪ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

কমলনগরে মেঘনার ভাঙনরোধে বিশেষ দোয়া আয়োজন


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: শনিবার, ২৯ অক্টোবর, ২০২২ খ্রিস্টাব্দ, ০৬:০৫ পিএম;
কমলনগরে মেঘনার ভাঙনরোধে বিশেষ দোয়া আয়োজন
কমলনগরে মেঘনার ভাঙনরোধে বিশেষ দোয়া আয়োজন

লক্ষ্মীপুর জেলার অন্তর্গত কমলনগর উপজেলায় মেঘনার ভাঙনরোধে বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে। শুক্রবার (২৮ অক্টোবর) বেলা ১১টার দিকে চরফলকন ইউনিয়নের লুধুয়া এলাকায় দোয়ার আয়োজন করে “কমলনগর রামগতি বাঁচাও মঞ্চ” নামে একটি সামাজিক সংগঠন।.

দোয়া পরিচালনা করেন কমলনগর উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা গিয়াস উদ্দিন। এসময় মেঘনাপাড়ের ভাঙনকবলীত এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ দোয়া ও মোমাজাতে অংশ নেয়।.

জানা যায়, দীর্ঘ তিন দশকের বেশি সময় ধরে লক্ষ্মীপুর জেলার কমলনগর ও রামগতি উপজেলায় মেঘনা নদীর অব্যাহত ভাঙ্গনে প্রায় আড়াইশ বর্গকিলোমিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়ে গেছে।.

স্থানীয়দের ব্যাপক আন্দোলন ও দাবীর প্রেক্ষিতে ২০২১ সালের ১ জুন একনেক সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রামগতি ও কমলনগর উপজেলার ৩১ কিলোমিটার নদীতীর রক্ষা বাঁধের জন্য প্রায় ৩১শ’ কোটি টাকার প্রকল্পের অনুমোদন দেন।.

গত ৯ জানুয়ারি পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক কমলনগরের সাহেবেরহাট ইউনিয়নের মেঘনা এলাকায় কাজের উদ্বোধন করেন। কিন্তু উদ্বোধনের পর আর কোন কাজ হয়নি। এর মধ্যে পাঁচ বছর মেয়াদী প্রকল্পের ২ বছর অতিবাহিত হচ্ছে।.

বাজেটে বরাদ্দকৃত টাকা ছাড় না পাওয়ায় বালু সংকটের অজুত দেখিয়ে ঠিকাদারী প্রতিষ্ঠানগুলো নদী বাঁধ নির্মাণ কাজ বন্ধ করে দেয়। অন্যদিকে লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ফারুক আহমেদ জানান, বালু সংকট ও বরাদ্দের টাকা ছাড় না হওয়ায় দীর্ঘদিন কাজ বন্ধ ছিল। তাছাড়া বরাদ্দটি এত দিন ‘সি’ ক্যাটাগরিতে ছিল। এখন বরাদ্দটি ‘বি’ ক্যাটাগরিতে আনা হয়েছে। এখন খুব শিগগিরই ফের কাজ শুরু করা যাবে বলে জানান তিনি।. .

ডে-নাইট-নিউজ / কমলনগর প্রতিনিধি।

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ