• ঢাকা
  • শনিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২৩ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

কেরাণীগঞ্জ বিআরটিএ ও পাসপোর্ট অফিসের দালাল চক্রের বিরুদ্ধে র‌্যাবের অভিযান


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: রবিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২১ খ্রিস্টাব্দ, ০৭:১৭ পিএম;
কেরাণীগঞ্জ বিআরটিএ ও পাসপোর্ট অফিসের দালাল চক্রের বিরুদ্ধে র‌্যাবের অভিযান
কেরাণীগঞ্জ বিআরটিএ ও পাসপোর্ট অফিসের দালাল চক্রের বিরুদ্ধে র‌্যাবের অভিযান

প্রতিষ্ঠালগ্ন থেকেই র‌্যাব দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষে সবধরনের অপরাধীকে আটক করে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এছাড়া প্রতারণা ও জালিয়াতি দমন র‌্যাবের একটি গুরূত্বপূর্ণ ও চলমান অভিযান। র‌্যাবের এই অভিযান দেশের সকল মহলে প্রশংসিত হয়েছে । এরই ধারাবাহিকতায় অাজ ৫ সেপ্টেম্বর রবিবার আনুমানিক সাকাল ১০:০০ ঘটিকা হতে দুপুর ১৫:৩০ ঘটিকা পর্যন্ত ১ম আদালত বিআরটিএ ঢাকা এর নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাবা আয়েশা আক্তার ও র‌্যাব-১০ এর সমন্বয়ে একটি আভিযানিক দল রাজধানী ঢাকার দক্ষিন কেরাণীগঞ্জ এলাকায় বাংলাদেশ সড়ক পরিবহন কতৃপক্ষ (বিআরটিএ) ইকুরিয়া, দক্ষিন কেরাণীগঞ্জ, ঢাকা ও আঞ্চলিক পাসপোর্ট অফিস যাত্রাবাড়ী, দক্ষিন কেরাণীগঞ্জ ঝিলশিল প্রকল্প, ঢাকা অফিস এলাকায় ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম পরিচালনা করে। এসময় উক্ত ভ্রাম্যমাণ আদালত দক্ষিন কেরাণীগঞ্জের বিআরটিএ অফিস ও আঞ্চলিক পাসপোর্ট অফিসে আগত সাধারন মানুষকে বিভিন্ন প্রকার হয়রানি ও প্রতারনা করার অপরাধে দালাল চক্রের ৫১ জনকে আটক করে।.

পাসপোর্ট অফিস এলাকায় ৭ জনকে ২মাস করে, ৮ জনকে ১ মাস করে, ১ জনকে ১৫দিন করে বিনাশ্রম কারাদন্ড ও ১ জনকে বিভিন্ন ৫,০০০/- জরিমানা প্রদান করেন। বিআরটিএ অফিস এলাকায় ১ জনকে ২মাস করে, ৫ জনকে ১ মাস করে, ৬ জনকে ১৫দিন, ১ জনকে ৭ দিনে করে বিনাশ্রম কারাদন্ড ও ১২ জনকে মোট ৪৪,০০০/- জরিমানা প্রদান করেন এবং ৯ জনকে মুচলেকা নিয়ে মুক্তি প্রদান করেন। কারাদন্ড প্রাপ্ত আসামীদেরকে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট এর আদেশক্রমে ঢাকা কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জে প্রেরণ করা হয়েছে। প্রাথমিক অনুসন্ধানে জানা যায় বেশ কিছুদিন যাবৎ এই অসাধু দালালরা দক্ষিন কেরাণীগঞ্জের বিআরটিএ অফিস ও আঞ্চলিক পাসপোর্ট অফিসে আগত সাধারন মানুষের সাথে বিভিন্ন মিথ্যা কথা ও সুযোগ-সুবিধা দেখিয়ে তাদের অার্থিক ক্ষতিসহ বিভিন্ন হয়রানি করে আসছিল।. .

ডে-নাইট-নিউজ / কে.এম. আহসান উল্ল্যা

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ