চট্টগ্রাম কলেজ প্রাক্তন ছাত্রলীগ পরিষদের আয়োজনে শনিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় রেড বিল্ডিং অঙ্গনে চট্টগ্রাম কলেজ প্রাক্তন ছাত্র ছাত্রী পূনর্মিলনী ২০২৩ সালের রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন করেন প্রফেসর ড. মুহাম্মদ সিকান্দর খান।.
২০২৩ সালের ১০ ও ১১ মার্চ কলেজ অঙ্গনে পুনর্মিলনী অনুষ্ঠিত হবে।.
পুনর্মিলন আহবায়ক কমিটির সদস্য সচিব ও চট্রগ্রাম কলেজ প্রাক্তন ছাত্রলীগ পরিষদের সাধারণ সম্পাদক মো লিয়াকত আলী খানের সঞ্চালনায় রেজিষ্ট্রেশন কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জসিম উদ্দিন আহমদ চৌধুরী, মো আবুল বশর ভূইয়া, মো শাহনেওয়াজ, মো জয়নাল আবেদীন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মো হারুন আল রশীদ, আফতাব রহিম চৌধুরী ফেরদৌস, নুরুন নাহার কুমকুম, তরুন রায়, মো আবু বকর বক্কু, মো আলাউদ্দীন, কাজী আবদুল হাই, মুহাম্মদ নাছির উদ্দিন, মো আমিনুল হক খান, মো আহছান উল্লাহ খান, খুরশীদ রোকেয়া, নুরুল কবির চৌধুরী, মনছুর মাহমুদ খান, মেরাজ তাহসিন শফি, মোহাম্মদ বলী, তারেখ ইফতেখার ইফু, পরিবেশবিদ মো ইমতিয়াজ আহমেদ, মোহাম্মদ আবদুল কাইয়ুম।.
প্রতিদিন বিকাল ৪ টা হতে রাত নয়টা পর্যন্ত চট্টগ্রাম কলেজ রেড বিল্ডিং এ রেজিষ্ট্রেশন করা যাবে। আগামী ৫ মার্চ ২০২৩ পর্যন্ত রেজিষ্ট্রেশন কার্যক্রম চলবে।. .
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: