চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ ওসি রাশেদুল হক দায়িত্ব পালনে সফল বলে মন্তব্য করেছেন হবিগঞ্জের পুলিশ সুপার এসএম মুরাদ আলি। .
চুনারুঘাট উপজেলার মানুষ বন্ধুত্বপ্রিয় আখ্যায়িত করে ওসি বলেন, আমি যে স্থানেই চাকুরী করি না কেন এ উপজেলার মানুষকে ভুলতে পারবো না। তিনি বলেন রাশেদুল হককে আমি চুনারুঘাটের অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়ে দায়িত্ব দিয়েছিলাম। রাশেদুল হক আমার সেই নির্দেশনা অনুযায়ী অত্যান্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন।.
বিশেষ করে সীমান্ত এলাকায় মাদক নির্মূলসহ চুরি ডাকাতি বন্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি একজন সফল অফিসার ইনচার্জ হিসেবে আজ বিদায় নিয়েছেন এবং আমি তার সাফল্য কামনা করছি।.
সোমবার রাত ৯টায় চুনারুঘাট থানা পুলিশের আয়োজনে থানা হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে চুনারুঘাট থানার ওসি (তদন্ত) প্রজিত কুমার দাস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, হবিগঞ্জের পুলিশ সুপার এসএম মুরাদ আলি উপ-পরিদর্শক এসআই অজিত কুমার তালুকদারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ হাসিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অবস মো: সামছুল হক, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর। অনুষ্ঠানে অফিসার ইনচার্জ রাশেদুল হকের বিদায়ী বক্তব্য শুনে মানুষ আবেগ আপ্লুত হয়ে পড়েন।.
উপজেলাবাসীর সাথে আমার আত্মার সম্পর্ক সৃষ্টি হয়েছে। যা কোন দিন মুছে যাবে না। তিনি দায়িত্ব পালনকালে উপজেলার সকল শ্রেণি পেশার মানুষের সর্বাত্মক সহযোগিতা পেয়েছেন বলেও বক্তব্যে তুলে ধরে বলেন, সাধ্যমতো কাজ করার চেষ্টা করেছি।.
সরকারের নির্দেশনা বাস্তবায়ন করতে গিয়ে আমাকে কঠোর হতে হয়েছে। কারোর সাথে ব্যক্তিগত দ্বন্দ্ব নয়। নিজ প্রয়োজনে কিছু করি নাই। যা করেছি, সবটুকু দাপ্তরিক প্রয়োজনে।. .
ডে-নাইট-নিউজ / উজ্জ্বল আহমেদ হবিগঞ্জ:-
আপনার মতামত লিখুন: