• ঢাকা
  • রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২৪ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

জনসেবায় রামু উপজেলা প্রশাসন


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২ খ্রিস্টাব্দ, ০৩:৪২ পিএম;
জনসেবায় রামু উপজেলা প্রশাসন
জনসেবায় রামু উপজেলা প্রশাসন

আকস্মিক বজ্রপাতে কক্সবাজার রামু উপজেলাধীন কাউয়ারখোপ ইউনিয়নের পশ্চিম মনিরঝিল দরগাপাড়া এলাকায় দিনমজুর নূর আহমদ এর বাড়িতে তিনটি গরু,একটি ছাগল আর একটা মুরগী মারা যায়। একটি টিলার উপরে স্থাপিত টিনের চালা ঘরে এ পশুগুলি একসাথে অবস্থান করছিল।.

আর ঘটনা টি সরেজমিনে পরিদর্শন করেন রামু উপজেলার নির্বাহী কর্মকর্তা ফাহমিদা মোস্তফা। এবং নুর আহমদ এর  পালিত পশুর ক্ষতিগ্রস্ত বাবদ নূর আহমদকে উপজেলা প্রশাসন এর পক্ষ থেকে দশ হাজার টাকা নগদ অর্থ সহায়তা প্রদান করেন। এছাড়া ও তাকে ও সার্বিক সহায়তার আশ্বাস  প্রদান করেন।.

এবং উপস্থিত জনগণকে রামু উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বজ্রপাতের বিষয়ে সতর্কতা বার্তা দেওয়া হয়.

বজ্রপাতে সতর্কতা .

বজ্রপাতের সময় ধানক্ষেত বা খোলা মাঠে থাকলে তাড়াতাড়ি পায়ের আঙুলের ওপর ভর দিয়ে এবং কানে আঙুল দিয়ে মাথা নিচু করে বসে থাকুন। যত দ্রুত সম্ভব দালান বা কংক্রিটের ছাউনির নিচে আশ্রয় নিন। টিনের চালা যথাসম্ভব এড়িয়ে চলুন। উঁচু গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি ও তার বা ধাতব খুঁটি, মোবাইল টাওয়ার থেকে দূরে  থাকুন।.

.

ডে-নাইট-নিউজ / দিদারুল আলম (জিশান)

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ