• ঢাকা
  • রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২৪ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২২ উদযাপন উপলক্ষে র‍্যালি


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: শনিবার, ২২ অক্টোবর, ২০২২ খ্রিস্টাব্দ, ০৫:১৯ পিএম;
জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২২ উদযাপন উপলক্ষে র‍্যালি
জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২২ উদযাপন উপলক্ষে র‍্যালি

কক্সবাজার হাইওয়ে পুলিশের উদ্যেগে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযান উপলক্ষে র‍্যালিও আলোচনাসভা করা হয়েছে।.

শনিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে  ১১ দিকে শাহপুরী  হাইওয়ে থানা,হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়ন, কুমিল্লা কর্তৃক সকল অফিসার ও ফোর্স সহ এলাকার পরিবহন শ্রমিক, মালিক, চালক ও গণ্যমান্য ব্যক্তিবর্গদেরকে নিয়ে কুতুপালং বাজারে একটি র‍্যালি প্রদক্ষিণ করা হয়। যানবাহন মালিক, চালক ও জনসাধারণের উদ্দেশ্যে শাহাপূরী হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ  সাইফুল ইসলাম সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন।.

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে উপস্থিত সকলকে ও অত্র ফাঁড়ির এএস আই আরিফ ও এটি এস আই জাহাঙ্গীরসহ ফোর্সেদেরকে শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন করা হয়। আয়োজিত শোভাযাত্রা র‍্যালিতে চালক,মালিক, গণ্যমান্য ব্যক্তিবর্গের অংশগ্রহনে ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়।.

(২২ অক্টোবর) শনিবার দেশে চতুর্থবারের মতো পালিত হচ্ছে জাতীয় নিরাপদ সড়ক দিবস। এ উপলক্ষে আলোচনা সভা, র‌্যালি ও সড়ক সচেতনতা মূলক কার্যক্রমের আয়োজন করা হয়েছে। সড়ককে নিরাপদ করার আন্দোলনের ধারাবাহিকতায় প্রতিবছর ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে এ বছরে দিবসটির প্রতিপাদ্য ‘মুজিববর্ষের শপথ, সড়ক করবো নিরাপদ’ জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী ও দেন।.

জানাযায়,দিবসটি উপলক্ষে সরকারিভাবে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় কর্তৃপক্ষ। এর মধ্যে রয়েছে আলোচনাসভা, শোভাযাত্রা ও সড়ক সচেতনতামূলক কার্যক্রম। করোনা পরিস্থিতিতে  গণশোভাযাত্রার পরিবর্তে স্বাস্থ্যবিধি মেনে শোভাযাত্রা করা হয়েছে। যাত্রী ও চালক,মালিকদেরকে সচেতনতা বাড়াতে আলোচনা করা হয়েছে।.

.

ডে-নাইট-নিউজ / কক্সবাজার প্রতিনিধি:

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ