• ঢাকা
  • শনিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২৩ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

ঝিনাইদহে পদ্মা সেতু উদ্বোধন অনুষ্ঠান উপলক্ষ্যে আয়োজিত সমাবেশ র‌্যা্লী অনুষ্ঠিত


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: শনিবার, ২৫ জুন, ২০২২ খ্রিস্টাব্দ, ১০:৪৬ এএম;
ঝিনাইদহে পদ্মা সেতু উদ্বোধন অনুষ্ঠান উপলক্ষ্যে আয়োজিত সমাবেশ র‌্যা্লী অনুষ্ঠিত
ঝিনাইদহে পদ্মা সেতু উদ্বোধন অনুষ্ঠান উপলক্ষ্যে আয়োজিত সমাবেশ র‌্যা্লী অনুষ্ঠিত

ঝিনাইদহে বণ্যাঢ্য আয়োজনে  পদ্মা সেতু উদ্বোধন অনুষ্ঠান উপলক্ষ্যে আয়োজিত সমাবেশ র‌্যা্লী অনুষ্ঠিত হয়েছে । এতে ঝিনাইদহের স্কুল, কলেজের ছাত্র ছাত্রীরা অংশ গ্রহন করে।  পদ্মা সেতুর আদলে ঝিনাইদহে পায়রা চত্বর প্রাঙ্গণে  তৈরী করা হয়েছে প্রতিকী পদ্মা সেতু। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর তত্বাবধানে নির্মাণ করা হয়েছে বিশালাকৃতির প্রতিকী পদ্মা সেতু। নির্মাতা সাগর হোসেন সোহাগ সহ-সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ ও চেয়ারম্যান, চারু ইভেন্ট এন্ড কনট্রাকশন’র নিপুন হাতে ছোয়াই নির্মাণ করা হয়েছে প্রতিকী দৃষ্টিনন্দন স্বপ্নের এই পদ্মা সেতু। ইতিমধ্যে পদ্মার সেতু দফায় দফায় পরিদর্শন করেন ঝিনাইদহের জেলা প্রশাসক মনিরা বেগম। বাঙালির অহংকার, আত্মপ্রত্যয়, সক্ষমতা ও আত্মমর্যাদার প্রতীক স্বপ্নের পদ্মা সেতু। যার শুভ উদ্বোধন হতে যাচ্ছে  আজ ২৫ জুন, শনিবার। ঐতিহাসিক এ অর্জন স্মরণীয় করে রাখতে ঝিনাইদহ জেলা প্রশাসনের উদ্যোগে আলোকসজ্জাসহ বর্ণিল সাজে সজ্জিত হচ্ছে গোটা ঝিনাইদহ শহর। রয়েছে শোভাযাত্রা, উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার, আতশবাজি, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বর্ণাঢ্য আয়োজন। জেলা আওয়ামী লীগও পালন করবে নানা কর্মসূচি।.

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম জানান, শত প্রতিকুলতা, বাধা-বিপত্তি, বিশ্ব ব্যাংকের ভিত্তিহীন অভিযোগ ও ষড়যন্ত্র উপেক্ষা করে পদ্মা সেতু নির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিলেন তাঁর বাবার মতো আপোষহীন, অটল ও অবিচল। কোন চাপের কাছে তিনি মাথা নত করেননি সেদিন। এই অর্জন ও কৃতিত্বের দাবিদার একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তাঁর সাহসী ও দৃঢ়চেতা নেতৃত্ব, মানুষের প্রতি অপার ভালোবাসা এবং জাতিকে পদ্মা সেতু উপহার দেওয়ার জন্য এ জাতি কৃতজ্ঞচিত্তে স্বরণ করবে চিরকাল।. .

ডে-নাইট-নিউজ / ঝিনাইদহ প্রতিনিধিঃ

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ