ঝিনাইদহের চারটি আসনের প্রার্থীদের মধ্যে সোমবার প্রতিক বরাদ্দ করা হয়েছে। সকালে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে এই প্রতিক বরাদ্দ সম্পন্ন হয়। মোট ২৩ জন প্রার্থীর মধ্যে প্রতিক বরাদ্দ করা হয়।.
প্রতিক বারাদ্দের পরপরই প্রতিদ্বন্দি প্রার্থীরা নির্বাচনী প্রচারনায় নেমে পড়েন। জেলা নির্বাচন অফিস সুত্রে জানা গেছে, ঝিনাইদহ-১ আসনে ৬ জন, ঝিনাইদহ-২ আসনে ১০ জন, ঝিনাইদহ-৩ আসনে ৬ জন ও ঝিনাইদহ-৪ আসনে ৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। রোববার প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে তিনজন তাদের মনোনয়নপ্রত্র প্রত্যাহার করেন।.
ঝিনাইদহ-২ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, ঝিনাইদহ-৩ আসনে জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষনা সম্পাদক আনিছুর রহমান টিপু ও একই আসনে জাকের পার্টির বাবুল হোসেন মনোনয়নপত্র প্রত্যাহার করেন।. .
ডে-নাইট-নিউজ / আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
আপনার মতামত লিখুন: