• ঢাকা
  • রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২৪ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

ডিমলায় তথ্য অধিকার দিবস পালন


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ০৬:০৭ পিএম;
ডিমলায় তথ্য অধিকার দিবস পালন
ডিমলায় তথ্য অধিকার দিবস পালন

"তথ্য প্রযুক্তির যুগে জনগণের তথ্য অধিকার নিশ্চিত হোক" এবারের এই শ্লোগানকে সামনে রেখে সারা দেশের সাথে নীলফামারীর ডিমলায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস- ২০২২ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।.

বুধবার (২৮-সেপ্টেম্বর) সকালে ডিমলা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এসে উপজেলা পরিষদ হলরুমে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।.

এতে সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন বলেন, তথ্য অধিকার আইন একটি জনকল্যাণকর আইন। দেশের সব পর্যায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ, সুশাসন প্রতিষ্ঠা এবং সব স্তরে দুর্নীতি দূরীকরণের একটি কার্যকর হাতিয়ার হিসেবে তথ্য অধিকার আইনের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। সরকার এবং রাষ্ট্রের কাছ থেকে তথ্য পাওয়ার অধিকার বিশ্বব্যাপী একটি মানবাধিকার হিসেবে স্বীকৃতি লাভ করেছে তাই উপজেলার প্রতিটি দপ্তরে তথ্য সম্পৃক্ত সিটিজেন সার্টার রাখার আহ্বান জানান তিনি৷ .

এসময় রোকনুজ্জামান রোকনের সঞ্চালনায়, অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন ডিমলা থানার (ওসি-তদন্ত) বিশ্বদেব রায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুর রহমান, ত্রাণ শাখার উপ-সহকারী প্রকৌশলী ফেরদৌস আলম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের উপ-সহকারী প্রকৌশলী তুহিন হাসান বিশ্বাস, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের উপজেলা সহকারী প্রোগ্রামার মোঃ নাজিমুল ইসলাম প্রমুখ। . .

ডে-নাইট-নিউজ / জাহাঙ্গীর রেজা, ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ