ফুলবাড়ীতে দিনাজপুর জেলা পরিষদের সদস্য পদের নির্বাচনী প্রচারণা জমে উঠেছে। উপজেলার শহর ও গ্রামের জনবহুল এলাকায় ছেঁয়ে গেছে প্রার্থীদের ভোট প্রার্থনা পোস্টার। প্রার্থীরা ভোটারদের পক্ষে টানতে বিভিন্ন হোটেল ও রেস্তোরাঁয় ভূরিভোজের আয়োজন করছে। অনেক প্রার্থী ভোট আদায়ে কাকডাকা ভোরে উঠে ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছেন। বের করছেন ভোটারদের সঙ্গে আত্মীয়তার সূত্র। প্রার্থীদের অনেকে নিজ দলের আদর্শের সঙ্গে যুক্ত এবং ভোট প্রাপ্তির আশায় ব্যক্তিগত সম্পর্ক ঝালাই করে নিচ্ছেন।.
জেলা পরিষদের এ ভোট সাধারণের মাঝেও আলোচনার ঝড় তুলছে। প্রার্থীদের আদর্শ, চরিত্র ও আয়-রোজগারের বিষয়ে মানুষ খোঁজখবর নিচ্ছে। আলোচনায় স্থান পাচ্ছে প্রার্থীদের অতিত রাজনৈতিক কর্মকান্ড। .
এবারের জেলা পরিষদের নির্বাচনে ৯নং ওয়ার্ড তথা ফুলবাড়ী উপজেলায় সাধারণ সদস্য পদে ভোট যুদ্ধে অবর্তীণ হয়েছে তিনজন। এসব প্রার্থীরা হলেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পদক শফিকুল ইসলাম বাবু (তালা), সিনিয়র প্রভাষক সাংবাদিক আবু শহীদ (বৈদ্যুতিক পাখা) এবং পৌরসভার ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান (অটোরিকশা)। আগামী ১৭ অক্টোবর জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।.
বিভিন্ন ভোটারের সঙ্গে কথা বলে জানা গেছে, যে নীতি আদর্শের দিক থেকে ক্লিন ইমেজের অধিকারি তাকেই ভোট দেয়া হবে। তবে ক্ষমতায় থাকা দলীয় প্রার্থীকেই বিজয়ী করলে বিভিন্ন উন্নয়ন মূলক কাজের সুযোগ পাওয়া যাবে বলে আশা করছেন ভোটাররা। .
এদিকে প্রার্থীদের সাথে কথা বলে জানা গেছে, দম ফেলার ফুসরত পাচ্ছেন না তারা। ক’টা দিন বাদেই নির্বাচন। চাই কাকডাকা ভোর থেকেই গভীর রাত পর্যন্ত চষে বেড়াতে হচ্ছে উপজেলা পরিষদ, পৌরসভাসহ ইউনিয়ন পরিষদগুলো। এদিকে সমর্থনরা চারিদিকে সাটিয়ে বেড়াচ্ছেন পোষ্টার, ব্যানার ও ফেস্টুন। .
এদিকে এই ফুলবাড়ী নির্বাচনী ওয়ার্ডে নারী সদস্য পদে ফুটবল প্রতীক নিয়ে প্রতিদ্ব›দ্ধীতা করছেন সাবেক উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা পারভিন ও হরিণ প্রতীক নিয়ে জেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী লতিফা বেগম।.
অপরদিকে চেয়ারম্যান পদে প্রতিদ্ব›দ্ধীতা করছেন তিনজন হেবিওয়েট প্রার্থী। তারা হলেন, জেলা জাতীয় পার্টির সভাপতি ও জাতীয় পাটির কেন্দ্রীয় সহ-সভাপতি, উত্তরবঙ্গের সর্ববৃহৎ বিনোদন কেন্দ্র স্বপ্নপুরীর স্বত্ত্বাধিকারী দেলোওয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরী এবং জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক তৈয়ব উদ্দিন চৌধুরী।.
দিনাজপুর জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. শাহিনুর ইসলাম প্রামাণিক বলেন, কোনো প্রার্থী যদি নির্বাচনী আচরণবিধি অমান্য করে তবে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। জেলার সদরসহ ১৩টি উপজেলা, ৯টি পৌরসভা ও ১০৩টি ইউনিয়ন নিয়ে গঠিত দিনাজপুর জেলা পরিষদ। মোট ভোটার সংখ্যা ১হাজার ৪৭৯জন। এরমধ্যে ফুলবাড়ীতে ১০৭ জন ভোটার। নির্বাচনে চেয়ারম্যান পদে ৩জন, নারী সদস্য পদে ১৫জন এবং পুরুষ সদস্য পদে ৩৬জন প্রতিদ্ব›দ্ধীতা করছেন। তফসিল অনুযায়ী আগামী ১৭ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে।. .
ডে-নাইট-নিউজ / প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
আপনার মতামত লিখুন: