• ঢাকা
  • শনিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২৩ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

নির্বাচন অবাধ, সুষ্ঠ নিরপেক্ষ না হলে বিদেশীদের কাছে গ্রহনযোগ্য হবেনা:নির্বাচন কমিশনার আনিছুর


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৭:৫৩ পিএম;
নির্বাচন অবাধ, সুষ্ঠ নিরপেক্ষ না হলে বিদেশীদের কাছে গ্রহনযোগ্য হবেনা:নির্বাচন কমিশনার আনিছুর
নির্বাচন অবাধ, সুষ্ঠ নিরপেক্ষ না হলে বিদেশীদের কাছে গ্রহনযোগ্য হবেনা:নির্বাচন কমিশনার আনিছুর

আব্দুল মালেক নিরব: নির্বাচন কমিশনার মো: আনিছুর রহমান বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠ নিরপেক্ষ করতে হবে। না হলে বিদেশীদের কাছে এই নির্বাচন গ্রহনযোগ্য হবেনা। নির্বাচনে আচরণ বিধি সকল প্রার্থীকে মেনে চলতে হবে। ১৯ ডিসেম্বর (মঙ্গলবার) বিকেলে লক্ষ্মীপুর টাউন হল মিলনায়তনে বিশেষ আইনশৃঙ্খলা ও মতবিনিময় প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন। তিনি আরও বলেন, নির্বাচনে ভোটার উপস্থিতি বাড়ানোর জন্য প্রার্থীদের কাজ করতে হবে। এমন কিছু করবেন না যাতে করে কমিশন কঠোর হতে হয়। অনিয়ম হলে ভোট কেন্দ্র বন্ধ করে দেওয়া হবে অথবা পুরো আসন নির্বাচন স্থগিত করা হতে পারে। আমরা তা চাইনা। আমরা চাই শান্তিপূর্ন নির্বাচন।.

 .

জেলা প্রশাসক সুরাইয়া জাহান এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারেক বিন রশিদ, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরহাদ হোসেন। এসময় প্রার্থীদের মধ্যে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর-৩ আসনের আওয়ামীলীগের প্রার্থী গোলাম ফারুক পিংকু,লক্ষ্মীপুর-২ আসনের আওয়ামীলীগের প্রার্থী এ্যাড: নুর উদ্দিন চৌধুরী নয়ন, লক্ষ্মীপুর-১ আসনের আওয়ামীলীগ প্রার্থী আনোয়ার হোসেন খান,স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ এম এ সাত্তার,হাবিবুর রহমান পবন, ইস্কান্দার মির্জা শামীম প্রমুখ।. .

ডে-নাইট-নিউজ /

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ