"কথায় আছে যার গাঁ তার ব্যথা প্রথম বারের মত দক্ষিণ বঙ্গের ২১জেলার মানুষ কষ্ট বিহীন যানজট বিহীন নির্বিগ্নে নাড়ির টানে পরিবার পরিজনের সাথে এইবার ঈদ উৎসব উদযাপন করেছে এই প্রজন্মের কাছে চির স্মরণীয় হয়ে থাকবে পদ্মা সেতু কারন এই সেতু আবেগ অনুভূতি গৌরব অধ্যায় স্বাধীনতা অর্জনের দীর্ঘ ৫৪বছর পরে আরো একটি অর্জন এই পদ্মা সেতু পদ্মার সেতুর মেয়াদ কাল সেতু বিভাগের প্রকোশলিগন সম্ভাব্যব ১০০ বছর ঘোষণা করলেও তবে এতে যে উন্নত কাঁচামাল যন্ত্রপাতি ব্যবহার করেছে তাতে এই সেতু দিয়ে আরো অনেক বেশি বছর নির্ণবিগ্নে যানবাহন চলাচল করতে পারবে এর পরবর্তী সময়ে জনসংখ্যা বৃদ্বির ফলে হয়তো আরো বেশী আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত নতুন সেতু নির্মিত হবে।.
তখন হয়তো বর্তমান সময়ের জীবিত কোন মানুষ বেঁচে থাকবেনা মানুষের গড় আয়ু বিবেচনায় এমনটা নিঃসন্দেহে বলা যায় তখন হয়তো এমন উচ্চাস দেখা যাবেনা পদ্মা সেতুতে ছবি তোলার হিড়িক টিকটক, নাচ, গান, কোরান তেলোয়াত, নামাজ আদায় করার মত ঘটনা ঘটবেনা কারন তখন হয়তো ফেরি নামক নৌযান থাকবেনা কিংবা দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ফেরি চলাচল বন্ধ বা যাত্রীর তুলনায় ফেরির স্বল্পতার কারণে কারো বাবা, মা, ভাই বোন অন্তসত্তা স্ত্রী বা নিকট আত্মীয়স্বজন মুমূর্ষুরুগী সঠিক সময়ে নদী পারাপার হতে না পেরে চিকিৎসার অভাবে ফেরি ঘাটে চিরনিদ্রার ঘটনা ঘটবেনা আপনজন হারানোর কারণে কারো ঈদের আনন্দ বেদনায় রূপ নিবেনা নির্ঘুমে দুধের শিশু নিয়ে ফেরিঘাটে আর কারো রাত কাটবেনা।.
গত ঈদে বাড়ি ফেরা জমির উদ্দীন নামে সদ্য বিবাহিত যুবকের মুখে আর উচ্চারিত হবেনা ঈদে বাড়ি না গেলে স্ত্রী থাকবেনা গার্মেন্টস কর্মী রোকেয়া আর বলবেনা বছরে দুবার শুধু ঈদে গ্রামে যাওয়া হয় বাবা মা ভাই বোন আত্মীয় স্বজনের সাথে ঈদের আনন্দ ভাগাবাগির পাশাপাশি দেখা সাক্ষাত করা হয় দিন মুজর মিলন মোল্লার চোখে মুখে উৎকণ্ঠা আর দেখা যাবেনা দীর্ঘ যানজট মানুষের ঢল ঠেলে ফেরিতে উঠতে নাপারার বেদনার কারণে তবে এই আনন্দ শুধু দক্ষিণ অঞ্চলের ২১জেলার মানুষের না এই আনন্দ পুরো দেশবাসির ধর্ম বর্ণ নির্বিশেষে সকল জাতীরএই অর্জন ১৭কোটি বাংলাদেশির কারন সারাদেশের ১৭ কোটি মানুষের ভোটেই নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন সেই দায়বদ্ধতার কারণে বিশ্ব ব্যাংক সহ দেশি বিদেশি নানান প্রকার ষড়যন্ত্র মোকাবিলা করে আজ পদ্মা সেতু দৃশ্যমান।.
আজ নিমিষেই পার হয়ে যাচ্চে যানবাহন আজ শেখ হাসিনার প্রতি দন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছে সারাদেশের মানুষ তবে শুধু পদ্মা সেতু নির্মাণের জন্য নয় সারাদেশে নির্বিগ্নে বিদ্যুৎ শত ভাগ নিচ্চিন্তের পাশাপাশি ডিজিটালাইজেসন এর মাধ্যমে মানুষের দোরগোড়ায় ইন্টারনেট সেবা পোঁছানোর কারণে মানুষ আজ ঘরে বসে বিদেশি প্রতিষ্ঠান থেকে আয় করছে নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বেকারত্ব দূর হয়েছে মানুষের গড় আয় বৃদ্বি হয়ে আজ মাথা পিছু জি ডি পি ২৮২৪ মার্কিন ডলারে উন্নতি হয়ে মধ্যে আয়ের দেশ থেকে স্বল্প উন্নত দেশে উন্নতি হয়েছে সরকারের নানা মুখী উন্নয়ন মূলক কর্মকান্ডের কারণে দেশের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে এবং বাংলাদেশের চলমান মেঘা প্রজেক্ট এর কাজ শেষ হয়ে যখন দৃশ্যেমান হবে দেশের মানুষ যখন এই প্রজেক্ট গুলো থেকে সরাসরি সুবিধা ভোগ করবে তখন বাংলাদেশ ২০৩০ সালের মধ্যে বিশ্বের ২৪তম বৃহত্তম অর্থনীতির দেশে পরিণত হবে।.
আর ২০৪১ সালের মধ্যে একটি পরিপূর্ণ ডিজিটাল অর্থনীতির দেশে পরিণত হবে বাংলাদেশ।অর্থ মন্ত্রণালয়ে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) ‘জাতীয় মানব উন্নয়ন প্রতিবেদন ২০২১’ (এনএইচডিআর) তে এমনটা দাবি করেছে সরকার।.
২০১৬-২০৫০ সাল পর্যন্ত বাংলাদেশের জিডিপির গড় প্রবৃদ্ধি ৫ শতাংশের মধ্যে থাকবে বলে বলা হয়েছে গবেষণায়। ২০৩০ সালে বাংলাদেশের জিডিপির আকার হবে ১ হাজার ৩২৪ বিলিয়ন ডলার। ২০৫০ সালে গিয়ে যা দাঁড়াবে ৩ হাজার ৬৪ বিলিয়ন ডলারে।২০৫০ সালে কতটা এগোবে বাংলাদেশের অর্থনীতি? এ নিয়ে বৈশ্বিক এক গবেষণায় উঠে এসেছে যে, ২০৫০ সালে বিশ্বের ২৩তম বৃহৎ অর্থনীতির দেশ হবে বাংলাদেশ।.
অর্থনৈতিকভাবে বিশ্বের বিভিন্ন দেশ আগামী ৩৪ বছরে কতটা শক্তিশালী হবে, তা নিয়ে গবেষণা করেছে যুক্তরাজ্যভিত্তিক বহুজাতিক প্রতিষ্ঠান প্রাইস ওয়াটারহাউস কুপারস (পিডব্লিউসি)। বাংলাদেশের বর্তমানে চলমান মেঘা প্রজেক্টটের মধ্যে অন্যতম প্রজেক্ট গুলো হোলো.....
পদ্মা সেতুতো হয়ে গেলো, উদ্ভোদন -২৫ জুন ২০২২
খুলনা রেল সেতু - জুন ২০২২
বেকুটিয়া সেতু - জুন ২০২২
মিরপুর -কালশী ফ্লাইওভার - জুন ২০২২
কালনা সেতু - জুন ২০২২
৩য় শীতলক্ষ্যা সেতু - জুন২০২২
ঢাকা - টাঙ্গাইল ৪ লেন - জুন ২০২২
বনানী - এয়ারপোর্ট এক্সপ্রেসওয়ে - জুন ২০২২
ভাঙা মাওয়া রেল - জুন ২০২২
লোহালিয়া সেতু - জুলাই ২০২২
গোমা সেতু - আগস্ট ২০২২
নড়াইল - খুলনা সেতু -ডিসেম্বর ২০২২
চট্টগ্রাম - কক্সবাজার রেল -ডিসেম্বর ২০২২
কুলাউড়া - শাহবাজপুর রেল - ডিসেম্বর ২০২২
মেট্রোরেল - আগারগাঁও - উত্তরা - ডিসেম্বর ২০২২
বঙ্গবন্ধু হাইটেক পার্ক ( সিলেট,রাজশাহী) - ডিসেম্বর ২০২২
খুলনা - মংলা রেল ওয়ে - ডিসেম্বর ২০২২
জয়দেবপুর - ঢাকা ডাবল রেললাইন - ডিসেম্বর ২০২২
বিআরটি -৩ - জানুয়ারি ২০২৩
পূর্বাচল এক্সপ্রেসওয়ে - মার্চ ২০২৩
কর্ণফুলী টানেল - মার্চ ২০২৩
রামপাল বিদ্যুৎ - এপ্রিল ২০২৩
যমুনা রেল সেতু - জুন ২০২৩
মাতারবাড়ি বিদ্যুৎ - ডিসেম্বর ২০২৩
রূপপুর পারমাণবিক -১ - ডিসেম্বর ২০২৩
ঢাকা -মাওয়া রেল - ডিসেম্বর ২০২৩
ঢাকা - রংপুর ৪ লেন - জানুয়ারি ২০২৪
যশোর - ঝিনাইদহ ৪ লেন - জানুয়ারী ২০২৪
কমলাপুর - আগারগাঁও মেট্রোরেল - জানুয়ারি ২০২৪
পায়রা বন্দর ড্রেজিং - জুন ২০২৪
মংলা বন্দর ড্রেজিং - জুন ২০২৪
রূপপুর পারমাণবিক ২ - ডিসেম্বর ২০২৪
আমিনবাজার ৮ লেন সেতু - ডিসেম্বর ২০২৪
রংপুর -লালমনিরহাট ৪ লেন - ডিসেম্বর ২০২৪
ভাঙা - যশোর রেল - ডিসেম্বর ২০২৪
কক্সবাজার বিমানবন্দর - ডিসেম্বর ২০২৪
খুলনা বিদ্যুৎ কেন্দ্র - ডিসেম্বর ২০২৪
ঢাকা - ইস্ট ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে - জুন ২০২৫
বঙ্গবন্ধু স্যাটেলাইট -২ - জুন ২০২৫
ঢাকা বাইপাস - জুন ২০২৫
মাগুরা ফরিদপুর রেল - জুন ২০২৫
রংপুর পঞ্চগড় ৪ লেন - জুন ২০২৫
পতেঙা বে টার্মিনাল - জুন ২০২৫
বঙ্গবন্ধু শিল্প অঞ্চল - জুন ২০২৫
মাতারবাড়ি সমুদ্র বন্দর - জুন ২০২৫
কুতুবখালী - বনানী এক্সপ্রেসওয়ে - জুন ২০২৫
পানগুচি সেতু - জুন ২০২৫
ঢাকা আরিচা ৪ লেন - জুন ২০২৫
৩য় মেঘনা সেতু - জুন ২০২৫
পায়রা - ভাঙা ৪ লেন - জুন ২০২৬
বেনাপোল - ভাঙা ৪ লেন - জুন ২০২৬
নলুয়া - বহেরচর সেতু - জুন ২০২৬
শেখ হাসিনা স্টেডিয়াম - জুন ২০২৬
ঢাকা - আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে - জুন ২০২৬
চাঁদপুর শরীয়তপুর টানেল - জুন ২০২৬
চট্টগ্রাম মেট্রোরেল - জুন ২০২৭
যমুনা টানেল - জুন ২০২৭
চাঁদপুর - শরীয়তপুর সেতু - জুন ২০২৭
ভোলা -বরিশাল সেতু - জুন ২০২৭
ঢাকা সিলেট ৪ লেন - জুন ২০২৭
তিস্তা ব্যারেজ - জুন ২০২৭
চট্টগ্রাম - ঢাকা বুলেট ট্রেন - জুন ২০২৮
ভাঙা - পায়রা রেল - জুন ২০২৮
ঢাকা সাবওয়ে রেল ( ১,২,৩,৪) - জুন ২০২৮
বঙ্গবন্ধু ট্রাই টাওয়ার - জুন ২০২৮
শেখ হাসিনা সাবমেরিন ঘাটি - জুন ২০২৮
সাবরাং টুরিজম পার্ক - জুন ২০২৮
নাফ টুরিজম পার্ক -জুন ২০২৮
সোনাদিয়া টুরিজম পার্ক - জুন ২০২৮.
আরো প্রায় চার শতাধিক উন্নয়ন প্রকল্প চলমান, যা উল্লেখ করা প্রায়ই অসম্ভব!!উপরে বর্ণিত চলমান মেঘা প্রজেক্ট গুলোর নির্মাণকাজ শেষে ২০২৮সালের মধ্যেই শেষ হবে বলে পরিকল্পনা মন্ত্রণাল জানিয়েছেন সেই লক্ষে সরকার কাজ করছেন সেই সাথে সরকারের নতুন স্লোগান 'নিজের টাকায় চলবে কাজ গড়বো মোদের সোনার দেশ' জয় বাংলা বলে এগিয়ে যাবে বঙ্গবন্ধুর বাংলাদেশ।.
লেখক -অপু ওয়াহিদ.
.
ডে-নাইট-নিউজ / শান্ত কবির
আপনার মতামত লিখুন: