জাতীয় প্রেস ক্লাবের সামনে গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে দুই সন্তানদের নিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন শিরিন আক্তার (৩৫) নামের এক নারী। শরীরে কেরোসিন ঢালার পর উপস্থিত জনতা তাকে বাধা দেয়। পরে ওই মা, মেয়ে ও ছেলেকে নিয়ে কীটনাশক ও ঘুমের ওষুধ পান করেন। .
আজ শনিবার (২৯ অক্টোবর) সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এ ঘটনা ঘটে। জানা গেছে, নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার বরফা এলাকার শিরিন আক্তার (৩৫), তার মেয়ে শামীমা আক্তার (১৬) ও ছেলে মো. জহির খান (১০) আত্মহত্যার চেষ্টা করেন। .
আত্মহত্যার চেষ্টাকারী শিরিন খান জানান, আগেও তিনি বেশ কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেছেন। দুদিন আগেও তিনি গলায় রশি দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। .
আত্মহত্যার চেষ্টার পর প্রেস ক্লাব এলাকার দায়িত্বরত পুলিশ তাদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।. .
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: