• ঢাকা
  • শনিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২৩ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

ফুলবাড়ীতে অর্ধেকে নেমেছে সব্জির দাম স্বস্তি ফিরেছে ক্রেতা সাধারণের


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: রবিবার, ২১ আগষ্ট, ২০২২ খ্রিস্টাব্দ, ০৫:০৮ পিএম;
ফুলবাড়ীতে অর্ধেকে নেমেছে সব্জির দাম স্বস্তি ফিরেছে ক্রেতা সাধারণের
ফুলবাড়ীতে অর্ধেকে নেমেছে সব্জির দাম স্বস্তি ফিরেছে ক্রেতা সাধারণের

দিনাজপুরের ফুলবাড়ী পৌর বাজারে অর্ধেকে নেমেছে সব ধরনের সবজির দাম। আবহাওয়া ভালো থাকায় সবজির উৎপাদন বেশি হওয়ায় দাম কমেছে গেছে এমনটাই বলছেন স্থানীয় সবজি ব্যবসায়িরা। সবজির দাম কমে যাওয়ায় স্বস্তি ফিরেছে ক্রেতা সাধারণের মাঝে।.

গতকাল রবিবার (২১ আগস্ট) সকালে ফুলবাড়ী পৌরশহরের খুচরা ও পাইকারি সবজি বাজার ঘুরে ঘুরে জানা যায়, গত এক সপ্তাহ আগে প্রতিটি সবজির দাম প্রায় দ্বিগুণ বেড়েছিল। বর্তমানে একই সবজির দাম অর্কেকে নেমে এসেছে। .

বর্তমানে প্রকার ভেদে ৬০ টাকা কেজিদরের বেগুন বিক্রি হচ্ছে ৩০ থেকে ৩২ টাকায়, ৪০ টাকার পটল বিক্রি হচ্ছে ২৫ থেকে ২৭ টাকায়, ১০০ টাকার করলা বিক্রি হচ্ছে ৫৫ টাকা থেকে ৬০ টাকায়, ৪০ টাকার ঢেঁড়স ২৫ থেকে ২৭ টাকায়, ৬০ টাকার কাকরোল ৪০ থেকে ৪২ টাকায়, ১৬০ টাকার টমেটো ১১০ থেকে ১২৫ টাকায়, ৬০ টাকার মুলা ৩৮ থেকে ৪০ টাকায়, ৪০ টাকার পেঁপে  ২০ থেকে ২২ টাকায়, ১০০ টাকার বাঁধাকপি ৫৫ টাকা থেকে ৬০ টাকায় এবং ১৬০ টাকার কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৮০ থেকে১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।.

বাজার করতে আসা কলেজ শিক্ষক তৌকির আহম্মেদ বলেন, গত সপ্তাহে সবজির বাজারে আগুন লেগেছিলো। প্রতিটি সবজির দাম দ্বিগুণ বেড়েছিলো। তবে আজ (গতকাল রবিবার) প্রায় সব সবজির দাম অর্ধেক কমে গেছে। এতে অনেকটাই উপকার পরিবারের জন্য। .

গৃহবধূ মোসলেমা জামান বলেন, শুধু সবজির দাম কমলে তো আর হবে না। তেল চালসহ অন্যান্য জিনিসপাতির দামও কমতে হবে। যাই হউক সবজির দাম কমাতে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারগুলোর অনেক উপকার হচ্ছে।.

হিলি বাজারের খুচরা সবজি ব্যবসায়ি মো. মন্টু মিয়া বলেন, কিছুদিন পূর্বে টানা বর্ষণের কারণে কৃষকের সবজি ক্ষেত নষ্ট হয়েছিল বলে, বাজারে সবজির আমদানি কমে যাওয়ায় সবজির দামও বেড়ে গিয়েছিল। বর্তমানে আবহাওয়া সবজি চাষের অনুকূলে থাকায় কৃষকদের আশানুরুপ সবজি আবাদ হয়েছে। কৃষকের আবাদকৃত সবজি ব্যাপকহাবে বাজারে আমদানি হওয়ায় সবজির দামও কমে গেছে। তবে পাইকারি ব্যবসায়িদের কাছ থেকে যেদামে সবজি কেনা হয়, তার থেকে প্রতিকেজিতে ২ থেকে ৫ টাকা লাভ ধরে বাড়তি দামে বিক্রি করতে হয়। কারণে এগুলো পচনশীল পণ্য। বিক্রি না হলেও পুরোটাই লোকসান হবে। .

পাইকারি সবজি বিক্রেতা দীপক কুমার বলেন, বর্তমানে ভারতের আমদানিকৃত কয়েকটি সবজি জাতীয় পণ্যসহ স্থানীয়ভাবে উৎপাদিত সবজি বাজারে আমদানি হওয়ার কারণে দাম কমে এসেছে। এ কারণে তাদেরকে কমদামে বিক্রি করতে হচ্ছে খুচরা ব্যবসায়িদের কাছে। .

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন বলেন, বাজারে সবজির আমদানি বাড়ার কারণে দম কমে আসা এটি একটি সকলের জন্য সুখবর ও স্বস্তির খবর। তবে কৃত্রিম সংকট সৃষ্টি করে কেউ যেন কোন পণ্যেও দাম বাড়াতে না পারে সেজন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নজরদারি রয়েছে।. .

ডে-নাইট-নিউজ / প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ