দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা নির্বাচন কার্যালয়ের উদ্যোগে গতকাল রবিবার ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে নতুন ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। .
সকাল ১১ টায় ফুলবাড়ী পৌরএলাকার চকচকা গ্রামে ভোটারের বাড়িতে গিয়ে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রিয়াজ উদ্দিন, নির্বাচন কর্মকর্তা ওয়াজেদ আলীসহ ভোটার তালিকা সংগ্রহকারী, নতুন ভোটার ও গণমাধ্যমকর্মীরা প্রমুখ উপস্থিত ছিলেন। .
উপজেলা নির্বাচন কর্মকর্তা ওয়াজেদ আলী বলেন, ২১ আগস্ট থেকে আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত ১০ দিনব্যাপী ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে নতুন ভোটারদের তথ্য সংগ্রহ করা হবে। আগামী ১৩ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর এর মধ্যে পৌরসভাসহ ৭টি ইউনিয়নে ভোটার নিবন্ধনের ছবি তোলা হবে।.
এদিকে উপজেলা পরিষদ চত্বরে ১৪ লাখ টাকা ব্যয়ে ইউএনও’র বাসভবন ও শারীরিক নিরাপত্তায় নিয়োজিত আনছার সদস্যদের আবাসন ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন। এসময় নির্বাহী কর্মকর্তা রিয়াজ উদ্দিনসহ অনেকে উপস্থিত ছিলেন।. .
ডে-নাইট-নিউজ / প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
আপনার মতামত লিখুন: