• ঢাকা
  • রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২৪ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

ফুলবাড়ীতে সমাজকল্যাণ কমিটির অনুদানের চেক বিতরণ


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ০৪:২৯ পিএম;
ফুলবাড়ীতে সমাজকল্যাণ কমিটির অনুদানের চেক বিতরণ
ফুলবাড়ীতে সমাজকল্যাণ কমিটির অনুদানের চেক বিতরণ

দিনাজপুরের ফুলবাড়ীতে গতকাল সোমবার উপজেলা সমাজকল্যাণ কমিটির উদ্যোগে উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী, দুস্থ ও অসহায় ব্যক্তি এবং স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে ২ লাখ ৯৯ হাজার টাকার এককালীন অনুদানের চেক বিতরণ করা হয়েছে। দুপুর সাড়ে ১২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত চেক বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন।.

উপজেলা শিক্ষা কর্মকর্তা মোসাম্মৎ হাসিনা ভূঁইয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক গণশিক্ষা মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।.

এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আখতারুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন, ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, ইউপি চেয়ারম্যান উপাধ্যক্ষ শাহ মো. আব্দুল কুদ্দুস, ইউপি চেয়ারম্যান মানিক রতন, ইউপি চেয়ারম্যান মওলানা নবিউল ইসলাম, ইউপি চেয়ারম্যান এনামুল হক, ইউপি চেয়ারম্যান ছামেদুল ইসলাম প্রমুখ। .

শেষে আনুষ্ঠানিকভাবে চেক উপকারভোগীদের হাতে তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক গণশিক্ষা মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।.

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আখতারুজ্জামান বলেন, উপজেলা সমাজকল্যাণ কমিটি কর্তৃক ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১৬ জন শিক্ষার্থীর মাঝে জনপ্রতি ৪ হাজার করে মোট ৬৪ হাজার টাকা, একই স¤প্রদায়ের ১৬ জন অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীর মাঝে জনপ্রতি ৪ হাজার করে ৬৪ হাজার টাকা, ২০ জন গরীব, দুস্থ, অসহায় ও কর্মহীনের মাঝে ৩ হাজার করে মোট ৬০ হাজার এবং ৯ টি স্বেচ্ছাসেবী সংগঠন/সংস্থার মাঝে প্রতিটিতে ১৯ হাজার করে মোট ১ লাখ ৭১ হাজার টাকা সর্বমোট ২ লাখ ৯৯ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে। .

.

ডে-নাইট-নিউজ / প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ