• ঢাকা
  • রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২৪ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

বসতভিটা উদ্ধারের দাবিতে বাইসাইকেল র‌্যালী  অনশন


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ০৩:৩৯ পিএম;
বসতভিটা উদ্ধারের দাবিতে বাইসাইকেল র‌্যালী  অনশন
বসতভিটা উদ্ধারের দাবিতে বাইসাইকেল র‌্যালী  অনশন

বিশ্ব পর্যটন দিবসে ভূপর্যটক রামনাথ বিশ্বাসের দখল হয়ে যাওয়া বসতভিটা উদ্ধার সংরক্ষণের দাবিতে হবিগঞ্জ থেকে বানিয়াচং বাইসাইকেল শোভাযাত্রা করেছেন লেখক সংস্কৃতিকর্মীরা। হবিগঞ্জ শহরে টাউন হলের সামনে থেকে বানিয়াচং পর্যন্ত ২২ কিলোমিটার সাইকেল শোভাযাত্রা করা হয়। .

জানা যায়, রামনাথের বসতভিটাকে হবিগঞ্জ জেলার অন্যতম পর্যটন স্থান হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। এই বসতভিটাকে পুনরুদ্ধার সংরক্ষণের দাবিতে লেখক, সাংবাদিক, সাইক্লিস্ট সংস্কৃতিকর্মীদের নিয়ে একটি কমিটি গঠন করেছে। প্রায় ৫০ জন সাইক্লিস্ট এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। সময় তারা রামনাথের বাড়িতে কিছু সময় অবস্থান করেন। তারপর তারা বিকেল ৪টার দিকে বানিয়াচং শহীদ মিনারে সমাবেশে অংশ নেন।.

এর আগে গত রোববার বিকেলে হবিগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন রামনাথ বিশ্বাসের বসতভিটা পুনরুদ্ধার সংরক্ষণ কমিটি। তারা জানান, রামনাথের স্মৃতিবিজড়িত বাড়িটি বর্তমানে স্থানীয় আবদুল ওয়াহেদ মিয়া দখল করে আছেন বলে তারা জানতে পেরেছেন। তিনি আলবদর পরিবারের একজন সদস্য। তিনি একসময় বিএনপি-জামায়াত করতেন। পরে আওয়ামী লীগে যোগ দেন।.

দলীয় পরিচয়ের জোরে রামনাথের বাড়ি দেখতে যাওয়া পর্যটক, বাইসাইকেল রাইডার সাংবাদিকদের ওপর বিভিন্ন সময় হামলা করেছেন আবদুল ওয়াহেদ তার স্বজনেরা। সর্বশেষ ১১ সেপ্টেম্বর সাংবাদিক রাজীব নূরসহ চারজন পেশাগত দায়িত্ব পালন করতে বাড়িটি দেখতে গেলে তাদের ওপর হামলা করা হয়। তারা এসব হামলার তীব্র নিন্দা বিচার দাবি করেন।. .

ডে-নাইট-নিউজ / উজ্জ্বল আহমেদ, হবিগঞ্জ:-

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ