বাঞ্ছারামপুর থানার ১ নং তেজখালী ইউনিয়নের "বাহেরচর ছাত্র কল্যাণ ফাউন্ডেশন "এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে ১৮-০৯-২০২২ইং তারিখে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিতর্কের বিষয় ছিল আইনের কঠোর প্রয়োগ ই পারে পরিবেশ দূষণ রোধে সফল ভূমিকা রাখতে। বিতর্ক প্রতিযোগিতায় পক্ষে ছিলেন মরিয়ম ও তার দল (অপরাজিতা) ও বিপক্ষে ছিলেন মিকাইল ও তার দল (সামন্ত)।যুক্তি তর্কে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে কিভাবে পরিবেশ রক্ষা করা যায় এবং একটি দেশের নাগরিক হিসেবে সকলের দায়িত্ব।.
শেষ পর্যন্ত বিপক্ষে দলের যুক্তির কাছে পক্ষে দলের পরাজয় হয়। বিপক্ষে দলের দাবি আইন নয় সচেতনতাই পারে পরিবেশ রক্ষা করতে। শ্রেষ্ঠ বিতার্কিক হয় বিপক্ষে দলের লাবনী আক্তার। উক্ত প্রতিযোগিতায় বিচারক হিসেবে ছিলেন তেজখালী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জনাব বরকত উল্লাহ এবং তাজুল ইসলাম স্যার।.
সঞ্চালনায় ছিলেন আব্দুল্লাহ-আল-মামুন। জয়ী দল কে পুরস্কার প্রদান করেন "বাহেরচর ছাত্র কল্যাণ ফাউন্ডেশনের "সমন্বয়কারী ও "রাবেয়া- গফুর জনকল্যাণ সংস্থার "সাধারণ সম্পাদক জনাব শামীম মিয়া । উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাহেরচর ছাত্র কল্যাণ ফাউন্ডেশন এর সমন্বয় কমিটি ও সকল সদস্যবৃন্দ। .
ধন্যবাদান্তে, জনাব সালাউদ্দিন আইয়ুবী, প্রধান সমন্বয়কারী, বাহেরচর ছাত্র কল্যাণ ফাউন্ডেশন। মামুন রেজা, সহ সভাপতি,বাহেরচর ছাএ কল্যাণ ফাউন্ডেশন। সজল আহমেদ, সাধারণ সম্পাদক, বাহেরচর ছাএ কল্যাণ ফাউন্ডেশন। এবং জনাব সুমন আহমেদ, অর্থ বিষয়ক সম্পাদক, বাহেরচর ছাত্র কল্যাণ ফাউন্ডেশন। . .
ডে-নাইট-নিউজ / জিয়াউল হুদা, বাঞ্ছারামপুর প্রতিনিধি:
আপনার মতামত লিখুন: