সিলেটের বিশ্বনাথে খাজাঞ্চি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরশ আলীর পরিবারের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ঢেউটিন ও খাজাঞ্চি জনকল্যাণ সংস্থা সৌদি আরব জেদ্দার পক্ষ থেকে গরীব ও দুস্থ মহিলাদের মধ্যে সেলাই মেশিনবিতরণ করা হয়েছে।.
আজ ২৯ শে আগস্ট সোমবার বিকেলে উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ১ বান করে ৪৪ জনকে ঢেউটিন ও ১৬ জন গরীব মহিলাদের মাঝে ১ টি করে এ সেলাই মেশিন বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা পুলিশ সুপার ও পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত ডিআইজি ফরিদ উদ্দিন।.
চেয়ারম্যান আরশ আলীর সভাপতিত্বে ও সংগঠক ও সিলেট জেলা বারের শিক্ষানবিশ আইনজীবী আক্তার হোসেন এর সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য এ এইচ এম ফিরোজ আলী।.
ওসমানী নগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম, বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী আতাউর রহমান, ম্যানচেষ্টার স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক ফয়জুল হক জুয়েল, বিশ্বনাথ পৌর আওয়ামী লীগের আহবায়ক আব্দুল জলিল জালাল, সিলেট মহানগর আওয়ামী লীগের সদসয় রাহাত তরফদার, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন, সিলেট মহা নগর ছাত্রলীগের সাবেক সভাপতি জিয়াউল হক জিয়া। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন খাজাঞ্চি ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ার হবিবুল ইসলাম, খাজাঞ্চী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুন নুর, খাজাঞ্চি ইউনিয়ন সেচ্ছাসেবক লীগ নেতা শাহসিদ্দিকুর রহমান। পরে প্রধান অতিথি বন্যায় ক্ষতিগ্রস্ত ও গরীব মহিলাদের মাঝে ঢেউটিন ও সেলাই মেশিন বিতরণ করেন।. .
ডে-নাইট-নিউজ / মিজানুর রহমান মিজান,সিলেট থেকেঃ
আপনার মতামত লিখুন: