আখাউড়া উপজেলার হাওড়া নদীর বাঁধ ভেঙে এবং স্থলবন্দর এলাকা কালন্দি খালের পাশে দিয়ে বয়ে চলেছে ভারতীয় পানি প্রবেশ করছে বাংলাদেশে। এতে করে আখাউড়া সীমান্ত মোগড়া ইউনিয়ন ও দক্ষিণ ইউনিয়নের. আগরতলা- আখাউড়া সড়কের দুপাশের বীরচন্দ্রপুর, কালিকাপুর, , বঙ্গেরচর, রহিমপুর, সাহেবনগর, খলাপাড়া,আবদুল্লাহপুর, উমেদপুর, ছয়ঘরিয়া, বাউতলা, দরুইন, বচিয়ারা, নোয়াপাড়া,,সেনারবাদী, কুসুমবাড়ি, আওরারচর, নিলাখাত, টানুয়াপাড়া, চরনারায়নপুর আদমপুর, মনিয়ন্দ ও ধরখার ছয়ঘরিয়া, বাউতলা, দরুইন, বচিয়ারা, নোয়াপাড়া, ভাটামাথা, চন্দ্রপুর, ধরখার গ্রাম, ভিনাউটি, রুটি, খারকুট, মিনারকুট, কুড়িবিল, পদ্মবিল, টনকি, ইটনা, কর্নেল বাজার,.
ভবানীপুরসহ অতিবৃষ্টির কারণে শুক্রবার রাত থেকে ত্রিপুরা রাজ্যের উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলের পানি অস্বাভাবিকভাবে বাড়তে থাকায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। হঠাৎ করে লোকালয়ে পানি প্রবেশ করায় পুকুর তলিয়ে ভেসে গেছে মাছ,পানিবন্দি হয়ে পড়েছে অসংখ্য পরিবার।.
বাঁধ ভেঙে যাওয়ার খবর পেয়ে শনিবার সকালে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমা এবং স্থানীয় মনিয়ন্দ ইউপি চেয়ারম্যান দীপক চৌধুরী ভাঙন এলাকাসহ পানিতে তলিয়ে যাওয়া গ্রামগুলো পরিদর্শন করেছেন।. .
ডে-নাইট-নিউজ / Roman Khan
আপনার মতামত লিখুন: