• ঢাকা
  • রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২৪ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

মানবতার ফেরিওয়ালা বাহেরচর গ্রামের শামীম মিয়া


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: শনিবার, ০৮ অক্টোবর, ২০২২ খ্রিস্টাব্দ, ১০:৪৪ এএম;
মানবতার ফেরিওয়ালা বাহেরচর গ্রামের শামীম মিয়া
মানবতার ফেরিওয়ালা বাহেরচর গ্রামের শামীম মিয়া

ছবিতে ফুটে উঠা সদা হাস্যোজ্জ্বল এই সাধারণ মানুষটি একবিংশ শতাব্দীর এমন রুক্ষ ও ঘুণে ধরা সমাজে সদা বিলিয়ে দিচ্ছেন মানবতার পথে নিজের সবটা জুড়ে। অদম্য এক স্পৃহা নিয়ে স্বপ্ন দেখেন মানবতার আলোয় আবারো আলোকিত করতে নিভু নিভু করা এই ধ্বংসাত্মক অন্ধকারবদ্ধ সমাজ।.

বলছিলাম মানবতার নেশায় বুঁদ হয়ে যাওয়া "রাবেয়া গফুর জনকল্যাণ সংস্থার" সাধারণ সম্পাদক শামীম মিয়ার কথা। যিনি বর্তমানে এই কন্টকাকীর্ন সময়ে যেখানে মানুষ নিজেকে নিয়ে ব্যাস্ত হয়ে উঠেছে নিজের স্বার্থ উদ্ধারে, সেখানে তিনি সদা মানবিক কাজের দ্বারা অক্লান্ত পরিশ্রমে হাঁসি ফুটিয়ে তুলছেন সুবিধা বঞ্চিত অসহায়, নিপীড়িত, ভূমিহীন মানুষের মলিন অবয়বে! বর্তমানে মানবতার তরে নিজেকে বিলিয়ে দিয়ে মানবিক সেবাকেই বেছে নিয়েছেন জীবনের মূল লক্ষ্য হিসিবে।.

নিজেকে নিয়ে বর্তমানে ছুটে চলছেন তিনি দেশের বিভিন্ন পথ-প্রান্তরে, যেখানেই সুযোগ হয় দাঁড়িয়ে পরেন তিনি অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষদের জন্য একজন মানবিক আলোর মশাল হয়ে। সেইসাথে মানুষের মানবিক মূল্যবোধ জাগ্রত করতে ও তরুণদের কে অনুপ্রাণিত করতে বিভিন্ন সেমিনার আয়োজনের পাশাপাশি বিভিন্ন সংগঠনের মানবিক কর্মীদের কে সাথে নিয়ে জনসচেতনতা ও নৈতিক মূল্যবোধের অবক্ষয়ের বিরুদ্ধে সদা কাউন্সিলিং করে যাচ্ছেন তিনি নিজ উপজেলার প্রতিটা প্রান্তে। তার এমন মানবিক কর্মকাণ্ডে তার নিজ উপজেলার মানুষের পাশাপাশি সামাজিক যোগাযোগ ব্যবহারকারীদের কাছেও তিনি  মানবতার একজন  ফেরিওয়ালা হিসেবে খুবই পরিচিত লাভ করে যাচ্ছেন।. .

ডে-নাইট-নিউজ / জিয়াউল হুদা বাঞ্ছারামপুর প্রতিনিধি:

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ