• ঢাকা
  • শনিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২৩ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

লক্ষ্মীপুরে মাদক কারবারি জসিমের হামলায় সাংবাদিক আহত


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৬:১৮ পিএম;
লক্ষ্মীপুরে মাদক কারবারি জসিমের হামলায় সাংবাদিক আহত
লক্ষ্মীপুরে মাদক কারবারি জসিমের হামলায় সাংবাদিক আহত

লক্ষ¥ীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে মাদক কারবারি জসিমের হামলায় সাংবাদিক আনোয়ার হোসাইন ও তার ছোট ভাই ছাত্রলীগ নেতা আরিফ হোসেন আহত হয়েছে। শুক্রবার বিকালে পূর্ব পরিকল্পনা অনুযায়ী হত্যার উদ্দেশ্যে লোকজন নিয়ে তাদের উপর হামলা করে জসিম। এসময় সাংবাদিক আনোয়ার ও তার ছোট ভাই আরিফ কে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে মারাত্মক জখম করে সন্ত্রাসীরা। বর্তমানে তারা দুই ভাই রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। এবিষয়ে রায়পুর থানায় একটি মামলা করেন ভোক্তভোগী আনোয়ার।.


জানাযায়, রায়পুর উপজেলার বামনি ইউনিয়নের কলাকোপা গ্রামের আলাবক্স চৌধুরী বাড়ির মৃত রফিক উল্লার ছেলে দৈনিক সন্ধ্যাবাণি পত্রিকার জেলা প্রতিনিধি সাংবাদিক আনোয়ার হোসাইন ও আরিফ হোসেনকে পূর্ব শত্রুতার জের ধরে একই ইউনিয়ন কৃষক দলের সদস্য সচিব, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রতিরোধ কমিটির যুগ্ম-আহব্বায়ক ও ইয়াবা ব্যবসায়ী মো. জসিম তার লোকজন নিয়ে লোহার রড ও লাঠি সোটা দিয়ে পিটিয়ে ও কুপিয়ে রক্তাক্ত জখম করে।.


প্রত্যক্ষদর্শী মুরাদ হোসেন, রায়হান হোসেন ও রাকিব হোসেনসহ আরো অনেকেই সাংবাদিকদের জানান জসিম র্দীঘদিন ধরে এলাকায় মাদক কেনাবেচা করছে। তার বিরোদ্ধে মাদক ও রাষ্ট্রদ্রোহী অপরাধে কয়েকটি মামলা চলমান রয়েছে। জসিমের মাদক ব্যবসায় বাধাঁ দেওয়ায় সাংবাদিক আনোয়ার ও তার ভাই এর উপর হামলা করে। প্রথমে তারা আরিফের উপর হামলা করে তার চিৎকার শুনে সাংবাদিক আনোয়ার ছোট ভাইকে উদ্ধার করতে গেলে জসিম পিছন থেকে আনোয়ারের মাথায় লোহার রড় দিয়ে আঘাত করে।.


ভোক্তভোগী আনোয়ার বলেন, জসিম এলাকায় মাদক ব্যবসা করে আমি তাকে অনেক বার নিষেধ করেছি। এতে সে ক্ষিপ্ত হয়ে আমি ও আমার ছোট ভাই আরিফের উপর হামলা করে। এছাড়াও তারা আমাদের কিছু জমি দখল করে রেখেছে। আমি এ ঘটনার সুষ্ট বিচার চাই।
সরজমিনে গিয়ে অভিযুক্ত জসিমের সাথে কথা বলতে চাইলে সে সাংবাদিকদের দিকে তেড়ে আসে। মোবাইলে ভিডিও করতে থাকে এবং অন্য সাংবাদিকদেরও দেখে নেওয়ার হুমকি দেয়।.


এবিষয়ে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, একটি এজাহার পেয়েছি, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
 .

.

ডে-নাইট-নিউজ /

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ