• ঢাকা
  • রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২৪ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

সবলের অত্যাচারে দুর্বল অসহায়


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ১১:৫৬ এএম;
সবলের অত্যাচারে দুর্বল অসহায়
সবলের অত্যাচারে দুর্বল অসহায়

ব্রাহ্মণবাড়িয়া জেলা আশুগঞ্জ থানা এরিয়া খড়িয়ালা গ্রামের সাধারণ পরিবারের অসহায় আব্দুল হাসিম পিতামৃত আব্দুল জলিল দীর্ঘ কয়েক বছর ধরে সমাজের বিত্তশালী সাহেব সরদারের নিকট বিচার চেয়ে দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন। তথ্য অনুসন্ধানে জানা যায় আব্দুল হাসিম বাপ দাদার ওয়ারিশ সূত্রে পাওয়া জমি ভোগদখল করে আসতে ছিলেন।.

এরই মধ্যে বিভিন্ন সময়ে এলাকার একজন ধান চাউল ব্যবসায়ীর নিকটে নিজেদের প্রয়োজনে দপে দপে প্রায় ৪২ শতক নাল ভূমি বিক্রি করেছেন। হাজী দুধ মিয়া নামক লোকের কাছে। তথ্য অনুসন্ধানের জানা যায় আব্দুল হাসিম নিরহ হওয়াই আইন মান্যকারী ভদ্রলোক বিধায় হাজী দুধ‌ মিয়া গং এলাকার প্রভাবশালী দাপটে ব্যবসায়ী হওয়ার ফলে এলাকার সাহেব সর্দারসহ সমাজের কারো কথা কর্ণপাত করেন না এদিকে আব্দুল হাশেমের অভিযোগে সত্যতা স্বচক্ষে সরজমিনে এক দল ক্রাইম রিপোর্টার পর্যবেক্ষণ করতে হাজী ডায়ার অটো মিলের পশ্চিম সাইটে পরিদর্শনে সবকিছু পরিষ্কার হয়ে ওঠে এদিকে হাজী দুধ মিয়া গং ক্রয়কৃত জমি সীমানা পিলার না করেই আব্দুল হাসিমের প্রায় চার থেকে ছয় শতক জমি জবর দখল করে নেয় বর্তমানে জবর দখল করা জমি ভরাট করে চুকুল ঘর নির্মাণ করে।.

এদিকে আব্দুল হাশেমের জমি দখল করে টিন দ্বারা বাউন্ডারি করে রাখে। তথ্য অনুসন্ধানে জানা যায় এ নিয়ে বিগত কিছুদিন পূর্বে আব্দুল হাসিম খড়িয়ালা মসজিদে নামাজ আদায় করতে মসজিদে প্রবেশ করাকালীন সময়ে আব্দুল হাসিম কে দুধ মিয়া গং দের লোক জন মারধর করে । এই খবর জানা জানি হলে মিডিয়ার লোকজন ব্রাহ্মণবাড়িয়া জেলা দৈনিক স্বাধীন সংবাদ প্রতিনিধি দৈনিক হক ইনসাফ জেলা প্রতিনিধি সহ  সরজমিনে এলাকায় প্রবেশ করে গ্রামবাসীদের সাথে মতবিনিময় কালে অনেক না জানা ঘটনার গোপন তথ্য বের হয়ে আসে। .

তথ্য সংগ্রহের সময়ে এলাকার প্রবীণ মুরুব্বীরা বলেন,  আমরা গ্রামবাসী দুধ মিয়ার মিলের পশ্চিম প্বার্শে সবুজ প্রকল্পের ড্রেন পাড় দিয়ে হাইওয়ে রোড যাতায়াত করিতাম কিন্তু এই ড্রেন দুধ মিয়া ভরাট করে দখলে নিয়ে যায়,  যার কারণে রাস্তা এখন বন্ধ হয়ে যায় এলাকার শতাধিক মুরুব্বিদের দাবী আমাদের ড্রেন এর রাস্তা বের করে দেওয়া হোক!  আপনারা সাংবাদিক জাতীর বিবেক, আপনাদের কাছে আমাদের দাবি আঃ হাসিমের জমি উদ্ধার করিতে আপনারা সরকারের নিকট তুলে ধরেন!  আমাদের বিশ্বাস ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের অফিসারদের নিকট আমাদের আকুল আবেদন হাসিম এর জমি সহ এলাকার মানুষের রাস্তাটি উদ্ধার করে দেওয়ার ব্যবস্থাটুকু আপনারা নিবেন, আমরা এলাকাবাসী আশাবাদী।.

আঃ হাসিম বলেন কিছু দিন আগে মসজিদের মুসল্লীদের সামনে আমাকে  মারধর করে, এই বিষয়ে  চেয়ারম্যান রাসেল সাহেবের নিকট বিচার চেয়ে লিখিত অভিযোগ করি এবং আরো অভিযোগ করি আমার জমি আমিন দ্বারা মাপ দিয়ে আমার জমি আমাকে ফিরিয়ে দিতে কিন্তু আমি গরীব অসহায় মানুষ আমার লোকজন নাই বিধায় চেয়ারম্যান সাহেব আমার অভিযোগ আমলে নেয়নি, চেয়ারম্যান সাহেব অভিযোগটি আদালতের মাধ্যমে নিষ্পতির জন্য অনুরোধ করা হলো লিখে সই করে আমার কাগজখানি আমাকে দিয়ে দেয়। .

এ-বিষয়ে এলাকার সকল শ্রেণীর পেশার মানুষের সাথে আলাপকালে তারা বলেন বর্তমান সরকারের আমলে জমি দখল কারীদের দখল থেকে সমগ্র বাংলাদেশ অনেক স্থানের জমি উদ্ধার হচ্ছে আমরা টিভিতে খবর দেখি।  আমাদের দাবী নিরীহ অসহায় আঃ হাসিমের জমি কাগজপত্র দেখে আঃ হাসিমের জমি দখল দেওয়া হোক।  আঃ হাসিম মিডিয়ার সাংবাদিকদের সামনে কেঁদে কেঁদে বলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মানবতার জননীয় মাননীয় প্রধান মন্ত্রীর পুলিশ প্রশাসনের আশ্রয়ে আমি আমার বাপ-দাদার রেখে যাওয়া জমি দখল চাই। .

তথ্য অনুসন্ধানে তথ্য চলমান........... . .

ডে-নাইট-নিউজ / এস, এম‌ জজ মিয়া, ক্রাইম রিপোর্টার ব্রাহ্মণবাড়িয়া।

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ