বৃহত্তর সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার ২ নং হবিবপুর ইউনিয়নের নারকিলা গ্রামে প্রেমের সম্পর্কের সুত্র ধরে ছেলে ও মেয়ের পরিবারের মধ্যে সংঘর্ষে জাহাঙ্গীর হোসেন (৫২) একজন নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। রবিবার (৩০ অক্টোবর) দিবাগত রাত ১ টায় এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।.
স্থানীয় ও পুলিশসুত্রে জানা যায়,নারকিলা গ্রামের মুতলিব মিয়ার ছেলে মোতাব্বির হোসনের সাথে জাহাঙ্গীর হোসেনের মেয়ের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। মুতলিব মিয়ার ছেলে মুতাব্বির হোসেনের দিরাই উপজেলার ভরারগাঁও গ্রামে বিয়ে ঠিকটাক হলে জাহাঙ্গীর হোসেনের মেয়ে মুতলিব মিয়ার বাড়িতে চলে যায়। এই বিষয় নিয়ে মুতলিব মিয়ার লোকজনের সাথে মেয়ের বাবা জাহাঙ্গীরের বাকবিতন্ডায় ও হাতাহাতিতপ জাহাঙ্গীর হোসেন ঘটনাস্থলেই মারা যান।.
শাল্লা থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) মোঃ আমিনুল ইসলাম জানান,ছেলের বিয়ে অন্য জায়গায় ঠিক হলে মেয়ে চলে যায় ছেলের বাড়িতে। এরই জের ধরে দুই পক্ষ মারামারিতে জাহাঙ্গীর হোসেনের মৃত্যু হয়। লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জের মর্গে পাঠানো হয়েছে। উক্ত ঘটনার আসল রহস্য উদঘাটনের জন্য বিরামহীন কাজ চলছে। মামলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন,এখনো কোনো অভিযোগ পাইনি,তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।. .
ডে-নাইট-নিউজ / সত্যজিৎ দাস (বিশেষ প্রতিনিধি):
আপনার মতামত লিখুন: