প্রকাশিত: 21/02/2021
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অনুষ্ঠিত হতে যাচ্ছে 'স্বরণে একুশ' প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার। যেকোন বয়সের নাগরীক এ প্রতিযোগিতায় অংশ গ্রহন করতে পারবে।
প্রতিযোগিতার বিষয় সমূহ নিম্নরূপ :
ক) কবিতা আবৃত্তি (বাংলা অথবা চিনা ভাষায়)
খ) স্ব-রচিত সাধারণ সঙ্গিত কবিতা কিংবা ছড়া (বাংলা ভাষায়)
গ) প্রবন্ধ বা ছোট গল্প (ভাষা বিষয়ক চিন্তা-ভাবনা)
ঘ) একক অভিনয়
ঙ) ছবি আঁকা (একুশ বিষয়ক)
চ) আলোকচিত্র (একুশ বিষয়ক)
ছ) নৃত্য (বাংলা গানে)
আপনার রেকর্ডকৃত ভিডিও ক্লিপটি সর্বাধিক ১২০ সেকেন্ড (২৫ এমবি এর চেয়ে কম) দৈর্ঘ্যের মধ্যে প্রেরণ করুন এবং প্রবন্ধ ছোট গল্প গুলি নিম্ন লিখিত ইমেল আইডিতে ১০০০ শব্দের সর্বাধিক শব্দ সীমিত লেখতে হবে।
পাঠাবার শেষ সময় -২৮ ফেব্রুয়ারি। তাই আর দেরি না করে আপনাদের প্রতিভার এক ঝলক পাঠিয়ে দিন আমাদের ই-মেইল ঠিকানায়।
ই-মেইল : info@abc-alumni.org