সম্পূর্ণ নতুন আংগিকে আগামিকাল থেকে দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকা যথারীতি প্রকাশিত হবে। দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার চারজন সাংবাদিককে অব্যাহতি দেওয়ার পর আগামীকাল পত্রিকা প্রকাশিত হবে বলে ঘোষনা দিলেন দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার প্রকাশক এবং সম্পাদক প্রকৌশলী সুশান্ত দাস গুপ্ত। গত ২৩ অক্টোবর শনিবার তিনি ফেইসবুকে বিজ্ঞপ্তিতে আরো বলেন, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত দৈনিক আমার হবিগঞ্জের প্রিন্ট ও অনলাইন ভার্সন বন্ধ থাকবে বলে জানান তিনি।.
এদিকে ২৪ ঘন্টা পর দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার প্রকাশ ও সম্পাদক তার ফেইসবুক পেইজে একটি ষ্ট্যাটাস দিয়ে বর্তমান ভারপ্রাপ্ত সম্পাদক নুরুজ্জামান মানিক, উপ সম্পাদক রায়হান উদ্দিন সুমন, বার্তা সম্পাদক তারেক হাবিব, প্রধান প্রতিবেদক আতাউর রহমানকে অব্যাহতি দেওয়া দিয়েছেন বলেন। ষ্ট্যাটাসটি হুবুহ তুলে ধরা হল। গত ২৪ ঘন্টায় অসংখ্য মেসেজ, ফোনকল পেয়েছি। সবার জিজ্ঞাসা দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকা বন্ধ কেন? সবাইকে আলাদাভাবে জবাব না দিয়ে একত্রে ফেসবুকেই লিখলাম। .
দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকা সরকারের তরফ থেকে বন্ধ করা হয়নি। দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকা বন্ধের জন্য কোথাও থেকে কোন চাপ নেই। .
৩। দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকা নীতিমালা অনুযায়ী আইনগতভাবে সম্পূর্ণ সঠিক আছে এবং এটা বন্ধ করার কারো কোন সুযোগ কারো নেই। নীতিগত কারনে বর্তমান ভারপ্রাপ্ত সম্পাদক নুরুজ্জামান মানিক, উপ সম্পাদক রায়হান উদ্দিন সুমন, বার্তা সম্পাদক তারেক হাবিব, প্রধান প্রতিবেদক আতাউর রহমানকে অব্যাহতি দেওয়া হয়েছে। আমি সম্পূর্ণ সুস্থ মস্তিষ্কে সুচিন্তিতভাবেই পত্রিকাটি সাময়িকভাবে বন্ধ করেছি। মূলতঃ স্টাফ সংকটের কারনে এই সিদ্ধান্ত। একজন ভারপ্রাপ্ত সম্পাদক, একজন উপ সম্পাদক, একজন বার্তা সম্পাদক, দুইজন সাব-এডিটর, একজন প্রধান প্রতিবেদক, একজন ডিজাইনার নিয়োগের প্রক্রিয়া চলমান। অচিরেই নিয়োগ সম্পন্ন করে আমরা ফিরে আসবো। . .
ডে-নাইট-নিউজ / উজ্জ্বল আহমেদ, হবিগঞ্জ:-
আপনার মতামত লিখুন: