• ঢাকা
  • শনিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২৩ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

ঈদগাঁওতে খাল দখল করে ভবন নির্মাণের অভিযোগ


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: মঙ্গলবার, ০৫ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১২:৫৫ পিএম;
ঈদগাঁওতে খাল দখল করে ভবন নির্মাণের অভিযোগ
ঈদগাঁওতে খাল দখল করে ভবন নির্মাণের অভিযোগ

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদে বহুতল ভবন নির্মাণের অভিযোগে তিন জনের নাম উল্লেখ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। .

গত ৩০ নভেম্বর বর্ণিত ইউনিয়নের পূর্ব বোয়ালখালী এলাকার স্থানীয় এক যুবক বাদী হয়ে একই এলাকার মৃত ছৈয়দ আহমদ নুরুল আমিন, ছেলে আবু ছালেহ জঙ্গি ও সালম্মান কে অভিযুক্ত করে এ অভিযোগ দায়ের করা হয়।.

অভিযোগ সূত্রে জানা যায়, ইসলামাবাদ ইউনিয়নের পূর্ব বোয়ালখালী এলাকার একাংশ দীর্ঘদিন ধরে স্থানীয় কিছু অসাধু জবর দখলকারী কুচক্রি সিন্ডিকেট এর সদস্যরা নানা কৌশলে অন্যায় লাভের উদ্দেশ্য নিজেদের দখলে নিয়ে ঘর বাড়ি নির্মাণ করে আসছিল। তার ধারাবাহিকতায় দিন রাত ২৪ ঘন্টা উল্লেখিত বিবাদীগণ দখলবাজ ও জবর দখলের অপচেষ্টায় অংশ হিসাবে পূর্ব বোয়ালখালীর একটি খাল সম্পূর্ণ বেআইনী ও পেশী শক্তির জোরে ভরাট চলমান রাখিয়েছে যার পরিশ্রমিতে ইসলামাবাদ পূর্ব বোয়ালখালীর সৌন্দর্য্য বিনষ্ট হওয়ার পাশাপাশি পরিবেশ দূষিত হওয়ার সম্ভাবনা রয়েছে। যাহা বলা যায় খাল ভরাট হতে রক্ষা আইনের বিধান অনুসারে একটি ফৌজদারী অপরাধও বটে। .

বিষয়টি নিয়ে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহণ করেনি।.

সংশ্লিষ্ট সূত্র জানায়, এক সময় এ খাল দিয়ে প্রতিদিন অসংখ্য নৌযান চলাচল করত। নৌ যোগাযোগের অন্যতম মাধ্যম খালটি অব্যাহত দখল ও দূষণের কারণে নাব্যতা হারিয়ে এখন মৃত্যুর দ্বারপ্রান্তে।.

ঈদগাঁও ইউনিয়ন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সাহেদ দৈনিক কক্সবাজার সংবাদকে বলেন, খাল দখল করে ভবন নির্মাণের কোনো সুযোগ নেই। এ ব্যাপারে খুব দ্রুতই পদক্ষেপ নেয়া হবে।.

ঈদগাঁও উপজেলা নির্বাহী অফিসার সুবল চাকমার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দৈনিক কক্সবাজার সংবাদকে জানান, তিন ব্যাক্তির বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে। অতি শিগগিরই অবৈধ স্থাপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।. .

ডে-নাইট-নিউজ / ইমরান উদ্দীন কক্সবাজার:

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ