• ঢাকা
  • রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২৪ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

উমেদগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে হেলে পড়েছে শতবর্ষী বৃক্ষ।


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২ খ্রিস্টাব্দ, ০৩:৫৫ পিএম;
উমেদগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে হেলে পড়েছে শতবর্ষী বৃক্ষ।

হবিগঞ্জ বানিয়াচং রোডস্থ সড়ক সংলগ্ন উমেদনগর প্রাথমিক বিদ্যালয়ের কাছে এলাকায় প্রায় শত বছর পূর্বের একটি বোট কড়াই গাছের অবস্থান। খুবি ভয়াবহ যেকোনো সময় ঘটে যেতে পারে ভয়াবহ দুর্ঘটনা। .

পুরাতন (কড়ই) গাছটির মধ্যে দিয়ে বিদুৎ এর মেইন লাইন চলে গেছে ঝড়-ঝাপটা বিছু না হলেও হালকা বাতাসে আগুন লেগে যায় গাছটিতে, এলাকার অনেকেই জানান, এই গাছের পাশদিয়ে বাচ্ছারা স্কুলে যায়, কখন জানি কোন বিপদ হয়ে যায় তা বলা মুশকিল, এটা প্রশাসনের নজরে দিলে বিষয়টি ভালো হতো। আশেপাশে থাকা লোকজন ভয়ে আতঙ্ক, কখন ঘটে যায় বড় ধরণের দুর্ঘটনা। ঝড়-ঝাপটা বিছুই না হলেও হঠাৎ হেলে পড়ছে উমেদনগরের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাওয়া রাস্তার পাশে থাকা কড়ই,গাছটি।  .

গাছটি রাস্তার পূর্ব পাশে একটি দোকান ঘরের মধ্যে হেলে আছে। সন্ধ্যা হলে এখনো বিভিন্ন ধরনের পাখ-পাখালি এসে ভিড় করে। মধ্যরাতে ও তাদের আওয়াজ শুনতে মহিমান্বিত হয়ে আশপাশের লোকজন। গাছের গোড়ায় চতুর দিকে মাটি নেই  যেকোন সময় গাছটি পড়ে গেলে পাশের দোকানপাঠের এবং বাসা বাড়িতে বিদুৎ এর লাইন সহ ঘটতে পারে আগুন, অগ্নিকাসহ  বড় ধরনের ঘটনা। এছাড়াও  বিপদের আশঙ্কা রয়েছে সামান্য বাতাস আসলেই বিদুৎ এর তার গাছে লেগে বড় আকারে আগুন লেগে যায়। তার ছিঁড়ে মাটিতে পড়ে যায় ইতিপূর্বে কয়েক বার হবিগঞ্জ বিদ্যুৎ এর লোকজনের কাছে সাহায্যে চাওয়া হয়েছে তারা এগুলো একটু পাত্তাও দেইনি বলে জানান এলাকাবাসী। জরুরী ভিত্তিতে গাছটি কাঁটার ব্যবস্থা করার জন্য এলাকা বাসির পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি  বলেও জানান এলাকার লোকজন। অন্যথায় কোনো দুর্ঘটনা ঘটে গেলে দেখা দিতে পারে কঠিন বিপর্যয়। .

এ সব বিষয়গুলো জানতে সকল এলাকার ময়মুব্বিয়ানের কাছে জানতে চাইলে স্থানীয় কয়েকজন প্রবীণ জানান, বিষয়টি খুবি ভয়াবহ যেকোনো সময় ঘটে যেতে পারে ভয়াবহ দুর্ঘটনা।. .

ডে-নাইট-নিউজ / উজ্জ্বল আহমেদ হবিগঞ্জ:-

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ