পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার কৃতি সন্তান লেখক, কলামিস্ট, একাধিক গ্রন্থের রচয়িতা অপসরপ্রাপ্ত শিক্ষক নূর হোসাইন মোল্লাকে সংবর্ধিত করলো এপেক্স ক্লাব অফ বাংলাদেশ। আন্তর্জাতিক সেচ্ছাসেবী এ সংগঠনটি তাদের জেলা-৫ (বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা এবং মঠবাড়িয়া) এর ৩৭তম সম্মেলনে গত শনিবার তুষখালী এন,এস টাওয়ারের মিলনায়তনে তাকে এ সম্মাননা প্রদান করা হয়।.
লেখক নূর হোসাইন মোল্লা তার বিভিন্ন গ্রন্থে মঠবাড়িয়ার ইতিহাস, ঐতিহ্য, মুক্তিযুদ্ধকে তুলে ধরে অসামান্য অবদান রাখায় “লেখা ও সাহিত্য” ক্যাটাগরিতে এ গুণীজনকে সংবর্ধিত করেন ক্লাবটি। তার উল্লেখ যোগ্য গ্রন্থগুলো হলো- মুক্তিযুদ্ধকালীন মঠবাড়িয়া, জননন্দিত খান সাহেব হাতেম আলী জমাদ্দার, সত্যের অন্বেষণে।.
এছাড়া ওই সম্মেলনে আরও দুইজনকে সংবর্ধনা দেওয়া হয়। এপেক্স আন্দোলনের জন্য এপেক্স ক্লাব অফ পিরোজপুরের প্রতিষ্ঠাতা সভাপতি এপে. আলী আহম্মেদ খান মিলুকে এবং মঠবাড়িয়া উপজেলার তুষখালী ইউনিয়নে শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় শিক্ষানুরাগী ক্যাটাগরিতে সাবেক চেয়ারম্যান এস.এম নজরুল ইসলামকে সংবর্ধিত করা হয়।. .
ডে-নাইট-নিউজ / জহিরুল ইসলাম, পিরোজপুর প্রতিনিধিঃ
আপনার মতামত লিখুন: