• ঢাকা
  • রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২৪ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

কমলগঞ্জে উদ্বোধন হচ্ছে মণিপুরী ললিতকলা একাডেমি ভবন


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: মঙ্গলবার, ০৮ নভেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ১০:০৫ এএম;
কমলগঞ্জে উদ্বোধন হচ্ছে মণিপুরী ললিতকলা একাডেমি ভবন
কমলগঞ্জে উদ্বোধন হচ্ছে মণিপুরী ললিতকলা একাডেমি ভবন

সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার মাধবপুরের জোড়ামণ্ডপে মঙ্গলবার (০৮ নভেম্বর) অনুষ্ঠিত হবে ১৮০ তম মণিপুরী সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় উৎসব মহারাসলীলা। এই শুভদিনে শুভ উদ্বোধন হবে কমলগঞ্জবাসীর বহুল প্রতীক্ষিত মণিপুরী ললিতকলা একাডেমি ভবন।.

মঙ্গলবার (৮ নভেম্বর) বিকেলে সাড়ে তিনটায় প্রায় ১৮ কোটি টাকা ব্যয়ে চারতলাবিশিষ্ট নবনির্মিত মণিপুরী ললিতকলা একাডেমি প্রশিক্ষণ সেন্টার, প্রশাসনিক ভবন,গেস্ট হাউজ ও ডরমিটরি ভবন আনুষ্ঠানিকভাবে উদ্ধোধন করবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ।.

স্থানীয় সাংস্কৃতি বিকাশের উদ্দেশ্যে গড়ে ওঠা মণিপুরী ললিতকলা একাডেমির নবনির্মিত নান্দনিক ভবনের কাজ সমাপ্ত শেষে দীর্ঘ প্রতীক্ষায় নতুন ভবন ব্যবহারের জন্য অধীর আগ্রহে এ অঞ্চলের সাংস্কৃতিক অঙ্গনের মানুষ।.

মণিপুরী ললিতকলা একাডেমির উপপরিচালক ও কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত উদ্দিন বলেন,নতুন ভবনের কার্যক্রম পুরোদমে শুরু হলে এ এলাকার শিল্প-সংস্কৃতি চর্চা আরো গতিশীল হবে।.

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে চার তলা বিশিষ্ট মণিপুরি ললিতকলা একাডেমির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন,অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি,জাতীয় সংসদের সাবেক চীপ হুইপ বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপি,সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অসীম কুমার উকিল এমপি। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো: আবুল মনসুর। মণিপুরি ললিতকলা একাডেমির নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন একাডেমির কার্যনির্বাহী পরিষদের সভাপতি ও মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। প্রকল্প সম্পর্কে অবহিত করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও প্রকল্প পরিচালক মো: শামীম খান। এছাড়াও এতে মৌলভীবাজার সাংস্কৃতিকাঙ্গনের সকলে উপস্থিত থেকে উদ্বোধনী অনুষ্ঠানের শুভ সমাপ্তি ঘটবে।.

.

ডে-নাইট-নিউজ / সত্যজিৎ দাস, বিশেষ প্রতিনিধি:

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ