• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ১২ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

কমলনগরে ৪ ইউপিতে প্রশাসনিক কর্মকর্তা নিয়োগ


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৭:৪৪ পিএম;
কমলনগরে ৪ ইউপিতে প্রশাসনিক কর্মকর্তা নিয়োগ
কমলনগরে ৪ ইউপিতে প্রশাসনিক কর্মকর্তা নিয়োগ

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ৪ ইউপি চেয়ারম্যানের অনুপস্থিতিতে  প্রশাসনিক কর্মকর্তা  নিয়োগ দেওয়া হয়েছে। দীর্ঘদিন তারা ইউনিয়ন পরিষদে অনুপস্থিত থাকায় বৃহস্পতিবার জেলা প্রশাসক  উপজেলার বিভিন্ন দপ্তরের ৪ জন কর্মকর্তাকে প্রশাসনিক কর্মকর্তা হিসেবে এ অতিরিক্ত দায়িত্ব দেন।.

 .

জানা যায়, সরকার পতনের পর থেকে উপজেলার হাজিরহাট ইউপি চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন, পাটারিরহাটের এড নুরুল আমিন রাজু,  সাহেবেরহাটের মো আবুল খায়ের ও চরমার্টিন ইউনিয়নের ইউছুফ আলী মিয়া পরিষদে অনুপস্থিত রয়েছেন।  এতে নাগরিক সেবা ব্যাহত হচ্ছে ওই সব এলাকার বাসিন্দাদের। ইউনিয়ন পরিষদের সকল কার্যক্রমকে গতিশীল রাখতে হাজিরহাটে মহিলা বিষয়ক কর্মকর্তা মোরশেদ আলম, পাটারিরহাটে সিনিয়র মৎস্য কর্মকর্তা  তুর্য সাহা, সাহেবের হাটে সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জহিরুল ইসলাম ও চরমার্টিনে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো মোহসীনকে প্রশাসনিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়।.

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাস বলেন, দীর্ঘদিন চার ইউপি চেয়ারম্যান পরিষদে অনুপস্থিত থাকায় নাগরিক সেবা ব্যহত হচ্ছে। নাগরিক সেবা সচল রাখতে ইউনিয়ন পরিষদ বিধিমালা মোতাবেক ওই সব ইউপিতে সাময়িকভাবে প্রশাসনিক কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। . .

ডে-নাইট-নিউজ / মোঃ নুর হোসেন কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি 

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ