• ঢাকা
  • শনিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২৩ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

জিরার দাম কেজিতে বেড়েছে ৮০ টাকা


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: রবিবার, ২১ আগষ্ট, ২০২২ খ্রিস্টাব্দ, ০৫:০৪ পিএম;
জিরার দাম কেজিতে বেড়েছে ৮০ টাকা
জিরার দাম কেজিতে বেড়েছে ৮০ টাকা

গত তিন সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের ফুলবাড়ীতে কেজিপ্রতিতে জিরার দাম বেড়েছে ৮০ টাকা। প্রকারভেদে ৪০০ টাকার জিরা বর্তমানে বিক্রি হচ্ছে ৪৭৫ থেকে ৪৮০ টাকা কেজিদরে। তবে ডলারের দাম কমতির দিকে হওয়ায় কয়েকদিনের জিরার দাম কিছুটা কমতে পারে এমনটাই আশা করছেন স্থানীয় পাইকারি জিরা-মসলার ব্যবসায়িরা। .

গতকাল রবিবার (২১ আগস্ট) দুপুরে ফুলবাড়ীর মসলা বাজার ঘুরে দেখা যায়, বিভিন্ন মসলার সাথে জিরার দামও বেড়ে গেছে। তিন সপ্তাহ আগে ইন্ডিয়ান জিরা, ইরানী জিরা, মধুর জিরা, কাকা জিরা, আকাশ জিরা ও অমরিত জাতের জিরার কেজি ছিলো ৩৯০ থেকে ৪০০ টাকা। কিন্তু গত দুইদিন আগে গত শুক্রবার (১৯ আগস্ট) থেকে দাম বেড়ে বিক্রি হচ্ছে ৪৭৫ থেকে ৪৮০ টাকা কেজিদরে। জিরার দাম বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন ব্যবসায়িসহ ক্রেতা সাধারণ। .

আমবাড়ী থেকে মসলা কিনতে আসা রুহুল কুদ্দস বলেন, সহজ যোগাযোগ হওয়ার কারণে নিত্যপণ্য ফুলবাড়ী হাটবাজার থেকে কেনাকাটা করা হয়। পরিবারের প্রয়োজনে বিভিন্ন মসলার সঙ্গে জিরা কিনতে এসে কিছুটা হতবাক হতে হয়েছে। মাত্র কয়েক দিনের ব্যবধানে জিরার দামও বেড়ে গেছে। ৩৯০ টাকা কেজির জিরা কিনতে হয়েছে ৪৮০ টাকায়। .

সঞ্জয় কুমার নামের একজন বৈদ্যুতিক মিস্ত্রি বলেন, দেশের হলো কি? যেই জিনিস কিনতে যাই, সেই জিনিসের দাম বেশি। আমরা গরীব মানুষ আমাদের আয় বাড়ছে না। তিন সপ্তাহ আগে আড়াই’শ গ্রাম জিরা কিনেছি ১০০ টাকায়। এখন সেই জিরা কিনতে হচ্ছে ১২০ টাকায়। .

হিলি বাজারের মসলা ব্যবসায়ী মো. কামরুজ্জামান শাহ বলেন, ডলারের দাম বৃদ্ধির কারণে সব ধরনের মসলার দাম বেড়ে গেছে। আমদানিকারকদের কাছ থেকেই প্রতিকেজি ৪৭২ থেকে ৪৭৩ টাকা দরে কিনতে হচ্ছে বলেই খুচরা বাজারে একটু বেশি দামে বিক্রি হচ্ছে।.

.

ডে-নাইট-নিউজ / প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ