ব্রাহ্মণবাড়িয়া জেলা, আশুগঞ্জ থানা এরিয়া মেঘনা নদীর দক্ষিণ তীরে অবস্থান প্রায় সাতটি ব্রিকফিল্ড। তথ্য অনুসন্ধানে জানা যায় দীর্ঘ একযুগ ধরে ব্রিককফিল্ড ব্যবসায়ীদের জিম্মী করে রাত দুপুরে একদল ডাকাত ব্রিককফিল্ড শ্রমিকদের মারদর করে এই বলিয়া যে, তাদের মহাজনদের নিকট থেকে আমাদের জন্য প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা তোদের নিকট রাখবে।.
আমরা যে কোন দিন রাতে এসে টাকা নিয়ে যাব। টাকা যদি এসে না পায় তোদেরকে হত্যা করে ফেলব! এবিষয়ে কাউকে জানালে বা পুলিশ কে জানাইলে আমরা তোদেরকে হত্যা করে বস্তায় ভরে নদীতে ফেলে দিব। এ ব্যাপারে ব্রিকফিল্ড ব্যবসায়ীরা জানতে পেরে সময়ে সময়ে কিছু টাকা ব্রিকফিল্ড লেবারদের হাতে দিয়ে রাখে।এদিকে ডাকাত সরদার টাকা পেয়ে খুবই শান্ত।.
খুজ নিয়ে জানা যায় রাতে ডাকাতের উদ্রব দিনের বেলায় একশ্রেণির মুক্তিযোদ্ধা নামক এনামুল হক ধন মিয়ার সিন্ডিকেট গ্রুপ প্রতিটা ব্রিকফিল্ড ব্যবসায়ী নিকট মোটা অংকের চাঁদা দাবী করে, এনিয়ে এলাকায় বহু দেন দরবার চলমান আছে।তথ্য অনুসন্ধানে জানা যায়। বিগত ২০২১সালের দিক থেকে শুরু করে বর্তমান পর্যন্ত ব্রিকফিল্ড ব্যবসায়ীরা চরম বিপদের মধ্যে আছে।.
ব্যবসায়ীরা বলেন দিনে দিন শ্রমিকের হাজীরা বাড়ছে মাটি এবং কয়লা দাম বাড়ছে।আমরা ব্যবসার কোন লাভ পাচ্ছি না।এদিকে এনামুল হক ধন মিয়া প্রতিদিন আমাদের কে খারাপ আচরণ সহ হুমকি ধমকি দিচ্ছে। এ বিষয়ে ব্যবসায়ী মহলের নেতারা বলেন।.
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে মেঘনা নদীর দক্ষিণ তীরে স্হায়ী ভাবে একটি পুলিশ ক্যাম্প স্হাপন করার দাবী করছি। আমরা এবিষয়ে সকল শ্রেণি পেশার মানুষের সাথে আলাপ কালে তারা বলেন মেঘনা নদীর দক্ষিণ তীরে একটি পুলিশ ক্যাম্প থাকলে এদিকে ডাকাতের উদ্রব কমবে।আরেক দিকে চাঁদাবাজ হবে লা পাত্তা।.
ডে-নাইট-নিউজ / স্টাফ রিপোর্টার এস,এম,জজ মিয়া
আপনার মতামত লিখুন: