ডিজিটাল সেন্টার প্রতিষ্ঠার ১যুগ পূর্তি উপলক্ষে জেলা প্রশাসন ককসবাজার এর আয়োজন। কক্সবাজার জেলার ৭১ইউনিয়নের উদ্যােক্তাদের অংশগ্রহণে শুক্রবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ঝাঁকজমক পূর্ণভাবে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মো. মামুনুর রশীদ, মাননীয় জেলা প্রশাসক ককসবাজার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব আমিন আল পারভেজ, উপসচিব ও অতিরিক্ত জেলা প্রশাসক( রাজস্ব)ককসবাজার। .
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব ফরিদুল আলম চৌধুরী সভাপতি, জেলা আওয়ামী লীগ ককসবাজার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার ককসবাজার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব নজিবুল আলম, সাধারণ সম্পাদক প্রেসক্লাব ককসবাজার। সভাপতিত্ব করেন, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি, ককসবাজার। .
কনটেন্ট উপস্থাপন করেন, সৌরভ চক্রবর্তী, প্রোগ্রামার, ককসবাজার। উপস্থাপনায় ছিলেন,মুনমুন পাল, সহকারী কমিশনার শিক্ষা ও আইসিটি, ককসবাজার। ডিজিটাল সেন্টার ১যুগপূর্তির সৃতিচারণ সেবা ও সফলতার গল্প উপস্থাপন করেন, জনাব এম মিজানুর রহমান, সভাপতি জেলা উদ্যােক্তা, ফোরাম কক্সবাজার।.
জনাব ইমন চৌধুরী, উদ্যােক্তা বরইতলী ইউডিসি.
জনাব, মোঃ সেলিম, উদ্যােক্তা, রত্নাপালং ইউডিসি.
সাদিয়া কাউসার, উদ্যােক্তা, কাকারা, ইউডিসি,.
উক্ত অনুষ্ঠানে জেলার ৭১ইউনিয়নের শতাধিক উদ্যােক্তা বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।. .
ডে-নাইট-নিউজ / আমানউল্লাহ আনোয়ার কক্সবাজার।
আপনার মতামত লিখুন: