"আসুন, জাতীয় উন্নয়নের স্বার্থে দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হই" এবারের এই প্রতিপাদ্যকে সামনে রেখে দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার দৃপ্ত শপথে নীলফামারীর ডিমলায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন করা হয়েছে। .
দিবসটি উপলক্ষে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও উপজেলা প্রশাসনের আয়োজনে (৯-ডিসেম্বর) শুক্রবার সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়।.
সভায় বক্তারা বলেন, উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। দেশের এই অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে দূর্নীতি রোধ করতেই হবে। শুধু আর্থিক অনিয়মই নয়, দায়িত্বে অবহেলা ও দুর্নীতিতে কঠোর বিরোধী গড়ে তুলতে হবে। সেই সাথে আমাদের সবাইকে দুর্নীতির বিরদ্ধে সেচ্চার হতে হবে।.
আলোচনা সভার পূর্বে সকাল ৯ টায় উপজেলা পরিষদ চত্ত্বরে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করে ফেস্টুন যুক্ত বেলুন উড়িয়ে দিবসের দিবসের শুভ সুচনা করেন, নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার (এমপি)। .
আলোচনা সভায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি’র সভাপতি মোঃ কামরুল আহসান লিজুর সভাপতিত্বে ও সদস্য আব্দুর রহমান এর উপস্থাপনায় সভায় বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবু নীরেন্দ্রনাথ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা সিদ্দীকা, ডিমলা থানার পুলিশ পরিদর্শক (ওসি-তদন্ত) বিশ্বদেব রায়, অবসর প্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার ও জেলা মুক্তিযোদ্ধা সংসদ এর সাবেক সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আশরাফ আলী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেকেন্দার আলী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা খোরশেদ আলম প্রমুখ। .
এছাড়াও আলোচনা সভার আগে দুর্নীতি বিরোধী একটি শোভাযাত্রা বেরিয়ে শহরের বিভিন্ন প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে এসে উপজেলার স্মৃতি অম্লান চত্বরে স্কুল কলেজের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, স্কাউট, রোভার সদস্যসহ বিভিন্ন পেশাজীবীদের অংশগ্রহনে 'দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্ব' শ্লোগানে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। . .
ডে-নাইট-নিউজ / জাহাঙ্গীর রেজা, ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ
আপনার মতামত লিখুন: