• ঢাকা
  • রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২৪ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

ডিমলায় ট্রাফিক আইন মনে চলতে থানা পুলিশের সচেতনামূলক প্রচারণা


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: সোমবার, ২৪ অক্টোবর, ২০২২ খ্রিস্টাব্দ, ০৫:৫৯ পিএম;
ডিমলায় ট্রাফিক আইন মনে চলতে থানা পুলিশের সচেতনামূলক প্রচারণা
ডিমলায় ট্রাফিক আইন মনে চলতে থানা পুলিশের সচেতনামূলক প্রচারণা

নীলফামারীর ডিমলায় 'ট্রাফিক আইন মেনে চলি, নিরাপদে ঘরে ফিরি' এই শ্লোগানে ট্রাফিক সচেতনতামূলক প্রচারণা চালানো হয়েছে। সোমবার (২৪-অক্টোবর) প্রায় তিন ঘন্টাব্যাপী উপজেলা সদরের বিজয় চত্বর ও স্মৃতিসৌধ মোড়সহ বিভিন্ন গ্রুরুত্বপূর্ণ পয়েন্টে এ প্রচারনা করা হয়।.

ট্রাফিক সচেতনামূলক প্রচারণায় অংশগ্রহণ করেন, নীলফামারী-১ (ডোমার ডিমলা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার, ডিমলা থানার ওসি (তদন্ত) বিশ্বদেব রায়, এসআই প্রদীপ চন্দ্র রায়, আবুল কালাম, জহুরুল ইসলাম, আখতারুজ্জামান, জয়ন্ত কুমার রায়, জগদীশ চন্দ্র রায় প্রমুখসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, পেশাজীবি সংগঠন ও বিভিন্ন ইলেকট্রিক প্রিন্ট মিডিয়া কর্মী বৃন্দ।.

এ সময় মোটরসাইকেল আরোহীদের মাঝে মোটরসাইকেল চালানোর বিষয়ে সচেতনতামূলক বিষয়ে লিফলেট ও স্টিকার বিতরণ করেন ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) লাইছুর রহমান। সেই সাথে হেলমেট বিহীন এবং মোবাইলে কথা বলা অবস্থায় মটরসাইকেল না চালানোর জন্য প্রচারণা থেকে আহবান জানানো হয়। এছাড়াও সড়ক দুর্ঘটনা রোধে হেলমেট পরিহিত অবস্থায় মটরসাইকেল চালানো, প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখা এবং গাড়িতে যাতে করে ৩ জন যাত্রী পরিবহন না করা হয় সে বিষয়ে আহবান জানানো হয়।.

ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) লাইছুর রহমান জানান, নীলফামারী জেলার ৬টি উপজেলায় একযোগে হেলমেট পরিধান ও সচেতনতামূলক ব্যাপক প্রচার প্রচারণা পরিচালনা করছেন নীলফামারী জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান (বিপিএম) স্যার ৷ তাঁর এমন দিক নির্দেশনায় ডিমলা থানা পুলিশের উদ্যোগে উপজেলার বাইক চালকদের বাইক দুর্ঘটনা রোধকল্পে চালকদের হেলমেট পরিধান অভিযান এবং ট্রাফিক সচেতনতামূলক প্রচারণা করা হয়েছে।.

প্রচার পয়েন্টগুলোতে ট্রাফিক আইন মেনে চলা, হেলমেট পরিধান ও প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখার জন্য বেশকিছু সংখ্যক বাইক চালককে লাল গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।.

.

ডে-নাইট-নিউজ / জাহাঙ্গীর রেজা, ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ