• ঢাকা
  • শনিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২৩ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

দক্ষিণ চর মার্টিন চৌধুরী বাজার উচ্চ বিদ্যালয় এমপিও ভুক্ত হওয়ায় আনন্দ র‌্যালি


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: শনিবার, ০৯ জুলাই, ২০২২ খ্রিস্টাব্দ, ০৮:৪০ পিএম;
দক্ষিণ চর মার্টিন চৌধুরী বাজার উচ্চ বিদ্যালয় এমপিও ভুক্ত হওয়ায় আনন্দ র‌্যালি
দক্ষিণ চর মার্টিন চৌধুরী বাজার উচ্চ বিদ্যালয় এমপিও ভুক্ত হওয়ায় আনন্দ র‌্যালি

নাসির  মাহমুদ (লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি): লক্ষ্মীপুরের কমলনগরের দক্ষিণ চর মার্টিন চৌধুরী বাজার উচ্চ বিদ্যালয় এমপিও ভূক্ত হওয়ায় আনন্দ র‌্যালি ও মিষ্টি মুখ করা হয়।.

৯ জুলাই (শনিবার) সকাল ১০ টায়  বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ও ছাত্র-শিক্ষকদের আয়োজনে  বিদ্যালয় প্রাঙ্গন থেকে  এক র‌্যালি বেরহয়ে চৌধুরী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার বিদ্যালয় প্রাঙ্গণে এসে সমাপ্ত হয় ।.

র‌্যালি শেষে বিদ্যালয় প্রাঙ্গনে এক আলোচনা সভার আয়োজন করেন।.

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা প্রকল্প  বাস্তবায়ন কর্মকর্তা আহমেদ উল্লাহ সবুজের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগর, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল ওয়াদুদ, চর মার্টিন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মাহমুদ, ইউনিয়ন যুবলীগের সভাপতি ওমর কমলনগর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আজাদ উদ্দিন বাঘা , স্থানীয় ইউপি মেম্বার ইমান আলী ,সেনা সদস্য হারুনর রশীদ সহ মুখ। উক্ত সভা সঞ্চালন করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিব হোসেন সোহেল।.

এ সময় বক্তারা বলনে, ১৯৯৫ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু দীর্ঘ ২৭ বছর পর প্রতিষ্ঠানটি এমপিও ভুক্ত  হওয়াতে ছাত্র-ছাত্রী ,শিক্ষক মন্ডলী ,এলাকার জনগণ ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি  সবাই ভীষণ আনন্দিত । আমরা মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে  কৃতজ্ঞতা জানাই। অবহেলিত ও মেঘনারপাড়ের জনগোষ্ঠীর শিক্ষার উন্নয়নে বিদ্যালয়টির এমপিওভুক্তি বড় ভূমিকা রাখবে বলে বক্তারা তাদের বক্তব্যে তুলেধরেন।.

প্রসঙ্গত:গত বুধবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২ হাজার ৭১৬ টি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির ঘোষণা দেন। . .

ডে-নাইট-নিউজ /

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ