মোঃ উজ্জ্বল আহমেদ, হবিগঞ্জ:- ধূমপান সত্যি সত্যি বিষপানের শামিল। ধূমপানের ইতিহাস খুবই পুরনো। সেই পুরনোকাল থেকেই এই সর্বনাশা অভ্যাসটি মানুষের মাঝে ছড়িয়ে দিচ্ছে বিভিন্ন ঘাতকব্যাধি। তবু মানুষ ধূমপান করেই চলেছে। পৃথিবীতে বর্তমানে ১৩০ কোটি ধূমপায়ী, যা কিনা পৃথিবীর মোট জনসংখ্যার এক-পঞ্চমাংশ। .
.
প্রায় ৩০ লাখ লোক প্রতি বছর ধূমপানজনিত বিভিন্ন রোগের কারণে মৃত্যুবরণ করছে, যা হিসাব করলে দাঁড়ায় মিনিটে প্রায় ছয়জন। এই হতভাগ্য ধূমপায়ীদের বেশিরভাগই বাস করে আমাদের মহাদেশে। হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম বলেছেন, ‘সুস্থ ও সুন্দর জীবনের জন্য পরিচ্ছন্ন ও ধূমপান মুক্ত পরিবেশ বজায় রাখা একান্ত প্রয়োজন। .
.
হবিগঞ্জ শহরকে ধুমপানমুক্ত করতে তামাক বিরোধী কর্মসূচিতে অংশগ্রহণ করুন। তামাক বিরোধী চিত্রাংকন প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মেয়র বলেন, 'ধূমপানের কারণে মানুষের একদিকে যেমন স্বাস্থ্যহানি ঘটে তেমনি পরিবেশ বিনষ্ট হয়। তাই তামাক ও তামাকজাত দ্রব্য পরিহারে সবাইকে সচেতন করে তুলতে হবে।'.
.
তিনি ধূমপান বিরোধী হবিগঞ্জ পৌরসভার সামাজিক আন্দোলনে সবাইকে শরিক হওয়ার আহবান জানিয়ে বলেন, 'সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আমরা হবিগঞ্জ শহরকে ধূমপানমুক্ত শহর হিসেবে গড়ে তুলব ইনশাআল্লাহ। হবিগঞ্জ পৌরসভার আয়োজনে শহরে দুটি চিত্রাংকন প্রতিযোগিতা হয়। প্রথমটি অনুষ্ঠিত হয় শহরের সুরবিতান মঞ্চে এবং দ্বিতীয়টি অনুষ্ঠিত হয় শহরের আরডি হলে। মেয়র আতাউর রহমান সেলিম দুটি চিত্রাংকন প্রতিযোগিতায়ই প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। .
.
.
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: