• ঢাকা
  • রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২৪ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

ফুলবাড়ীতে নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে মতবিনিময়


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বুধবার, ১৯ অক্টোবর, ২০২২ খ্রিস্টাব্দ, ০৩:৩৫ পিএম;
ফুলবাড়ীতে নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে মতবিনিময়
ফুলবাড়ীতে নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে মতবিনিময়

দিনাজপুরের ফুলবাড়ীতে নারী ও শিশুর প্রতি সহিংসতা এবং বাল্যবিয়ে রোধসহ বিভিন্ন সামাজিক অপরাধের সার্বিক পরিস্থিতি পর্যালোচনাবিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।.

গত সোমবার উপজেলা প্রশাসন ও মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এবং সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি ব্র্যাকের সহযোগিতায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলায় নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে সভায় উপস্থিত সুধীগণ নারী ও শিশুর প্রতি সহিংসতা এবং বালাবিয়ে রোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।.

মতবিনিময় সভায় ইউএনও রিয়াজ উদ্দিন বলেন, কঠোর শাস্তি যোগ্য সামাজিক অপরাধ বাল্যবিয়ে। তাই এর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। সবাইকে সোচ্চার হতে হবে।.

 সভায় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রধান, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, এনজিও প্রতিনিধি, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, নারী প্রতিনিধি, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।. .

ডে-নাইট-নিউজ / প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ