• ঢাকা
  • শনিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২৩ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

ফুলবাড়ীতে শ্যালো বোরিংকালে মিলল জাং ধরা হাত বোমা


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: সোমবার, ১৭ অক্টোবর, ২০২২ খ্রিস্টাব্দ, ১০:১০ এএম;
ফুলবাড়ীতে শ্যালো বোরিংকালে মিলল জাং ধরা হাত বোমা
ফুলবাড়ীতে শ্যালো বোরিংকালে মিলল জাং ধরা হাত বোমা

চলছিল কলা বাগানে শ্যালো মেশিন দিয়ে পানি দেওয়া। এমন সময় হঠাৎ করেই বন্ধ হয়ে যায় পাইপে পানি ওঠা। পরে পানি না ওঠার সমস্যার সমাধান খুঁজতে বোরিং মিস্ত্রি পাইপটি ওপরে তুলতেই সকলের চক্ষু চড়কগাছ। পাইপে আটকে ছিল জাং ধরা হ্যান্ড গ্রেনেড (হাত বোমা)।.

ঘটনাটি গত রবিবার রাত সাড়ে ৮টায় দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার দৌলতপুর ইউনিয়নের ভবনচুর গ্রামে ঘটেছে। খবর পেয়ে থানা পুলিশ হ্যান্ড গ্রেনেডটি (হাত বোমা) উদ্ধার করে পানি ভর্তি একটি বালতিতে রাখে।.

থানা সূত্রে জানা যায়, রবিবার সন্ধ্যা ৭টায় ভবনচুর গ্রামের আব্দুর রাজ্জাকের কলা বাগানে শ্যালো মেশিনের বোরিং করার সময় হঠাৎ পানি ওঠা বন্ধ হয়ে যায়। এসময় সমস্যা সমাধানে বোরিং মিস্ত্রিরা শ্যালোর পাইপটি ওপরে ওঠাতেই দেখা মিলে পাইপের মুখে আটকে আছে একটি জং ধরা হ্যান্ড গ্রেনেড (হাত বোমা)। কলা চাষি আব্দুর রাজ্জাক ওই বোরিং মিস্ত্রিদের সহযোগিতায় হ্যান্ড গ্রেনেডটি (হাত বোমা) পাইপ থেকে বের করে খয়েরবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হকের কাছে নিয়ে যায়। পরে এনামুল হক বিষয়টি ধানা পুলিশকে জানালে উপ-পরিদর্শক (এসআই) রেজাউল ইসলাম হ্যান্ড গ্রেনেডটি (হাত বোমা) উদ্ধার করে থানায় নিয়ে যান।.

কলা চাষি আব্দুল রাজ্জাক বলেন, কলা বাগানে শ্যালো মেশিন দিয়ে পানি দেওয়ার সময় হঠাৎ পাইপে পানি ওঠা বন্ধ হয়ে যায়। উপায় না পেয়ে বোরিং মিস্ত্রি ডেকে সমস্যা সমাধানের চেষ্টাকালে গোলাকার একটি লোহার ধাতব পাইপে আটকে থাকতে দেয়া যায়। পরে সেটি বের করে পার্শ্ববর্তী ইউপি চেয়ারম্যান এনামুল হককে দেখালে তিনি থানা পুলিশকে খবর দেন। .

খয়েরবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক বলেন, আব্দুল রাজ্জাক গ্রেনেডটি (হাত বোমা) পেয়ে আমার কাছে আনলে সাথে সাথে বিষয়টি থানা পুলিশকে অবগত করা হয়। পরে খয়েরবাড়ীর বিট পুলিশ কর্মকর্তা এসআই রেজাউল করিম বোমাটি উদ্ধার করে নিয়ে যান।.

থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিম বলেন, খবর পেয়ে হ্যান্ড গ্রেনেডটি (হাত বোমা) উদ্ধার করে থানায় আনা হয়েছে। এটি অনেক পুরোনো হাত বোমা। সম্ভবত মুক্তিযুদ্ধ চলাকালিন হতে পারে। হ্যান্ড গ্রেনেডটি (হাত বোমা) পানি ভর্তি বালতিতে হেফাজতে রাখা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে একটি সাধারণ ডায়েরী করা হয়েছে। বোমাটি নিষ্ক্রিয় কার্যক্রম প্রক্রিয়াধিন রয়েছে।.

বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) আশ্রাফুল ইসলাম।. .

ডে-নাইট-নিউজ / প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ