প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক গণশিক্ষা মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি বলেছেন, ৭১’ এ দেশ স্বাধীন হলেও দেশ পুরোপুরিভাবে স্বাধীনতার স্বাদ পেয়েছিল ৭২’র আজকের এইদিনে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের মাটিতে পা রাখার সাথে সাথে বাঙালি জাতি মহোৎসবে মেতে উঠেছিল। পেয়েছিল তিব্র আকাঙ্খার প্রাপ্তি। বঙ্গবন্ধু সেদিন দেশের মাটিতে ফিরে রমনা ময়দানে উপস্থিত হন। তিনি বক্তব্য রাখেন। বক্তব্যে বলেন ‘আমি জানতাম না যে আমি বেঁচে থাকবো কিনা। কিন্তু এটা জানতাম যে আমার দেশ স্বাধীন হবে।’ .
গতকাল সোমবার দিনাজপুরের ফুলবাড়ীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন.
তিনি আরো বলেন, বঙ্গবন্ধু দেশের জন্য যে ত্যাগ করেছেন তা আমরা কখনো করতে পারব না। কিন্তু আমরা পারব বঙ্গবন্ধুর আদর্শকে লালন ও পালন করতে। বঙ্গবন্ধুর আদর্শে আমাদেরকে এগিয়ে যাতে হবে। নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর জীবনী তুলে ধরতে হবে। সকালে দলীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। .
বেলা ১১টায় দলীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মিজানুর রহমান। এতে সাধারণ সম্পাদক মুশফিকুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহসভাপতি কাশেম মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শাহ মো. আব্দুল কুদ্দুস, যুগ্ম সম্পাদক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, যুগ্ম সম্পাদক ইউয়িন পরিষদের চেয়ারম্যান মানিক রতন, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম ডাবলু, উপজেলা মহিলা লীগের সভাপতি মহিলা ভাইস চেয়ারম্যান নীরু সামসুন্নাহার, খয়েরবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক প্রমুখ। এতে উপজেলা আওয়ামী লীগসহ এর সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
.
.
ডে-নাইট-নিউজ / প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
আপনার মতামত লিখুন: