• ঢাকা
  • রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২৪ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

বাহুবলে ব্যাটারী চালিত অটোরিকশার অরাজকতা


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: শনিবার, ২৬ নভেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ০৮:৩৩ পিএম;
বাহুবলে ব্যাটারী চালিত অটোরিকশার অরাজকতা
বাহুবলে ব্যাটারী চালিত অটোরিকশার অরাজকতা

হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার অলিগলিতে প্রশাসনের নাকের ডগায় শত শত লাইসেন্সবিহীন ব্যাটারীচালিত অটোরিকশা চলাচল করছে। আর এসব অটোরিকশা চালকদের অধিকাংশই শিশু-কিশোর। অটোরিকশাগুলোর নেই ফিটনেস, রোড পারমিট ও চালকদের নেই ড্রাইভিং লাইসেন্স। যে কারণে প্রতিনিয়ত ঘটছে নানা দূর্ঘটনা।.

গাড়ী হিসেবে এসব যানবাহন স্বীকৃতি না পেলেও বাহুবলের আনাচে কানাচে এসব রিকশার ছড়াছড়ি। এসব অদক্ষ চালকদের অনেকেরই প্রাতিষ্ঠানিক ও ব্যবহারিক শিক্ষা না থাকায় যাত্রীদের সাথে চালকদের ঝগড়া-বিবাদ লেগেই থাকে। অদক্ষ রিকশা চালকদের অনেকেই জোর করে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করার অভিযোগও রয়েছে।.

অটোরিকশা চালকেরা ১০ টাকার ভাড়ার জায়গায় নারী যাত্রী ও এলাকায় নতুন মুখ দেখলেই জোর করে ৩০-৪০ টাকা ভাড়া আদায় করে থাকে। যাত্রীরা চালকদের কথা মতো ভাড়া না দিলে অনেক রিকশা চালক যাত্রীদের সাথে দুর্ব্যবহার করে বলে প্রতিদিনই  অভিযোগ পাওয়া যাচ্ছে। অটোরিকশা চালকরা বাহুবলের বিভিন্ন রাস্তার মাথায় এবং বিভিন্ন বাজারের অলি-গলিতে এলোমেলোভাবে অটো রিকশা রাখে। ফলে পথচারীদের যাতায়াতের ক্ষেত্রে দুর্ভোগ সহ আতঙ্কের মাঝে থাকতে হচ্ছে। এসব অটোরিকশা বেড়ে যাওয়ার কারণে ব্যাপক যানজটেরও সৃষ্টি হচ্ছে। এদিকে এসব অটোরিকশার নেই কোনো নির্ধারিত স্ট্যান্ড।.

বাহুবলের যাত্রীদের অভিযোগ,ছোট শিশু-কিশোররা অটোরিকশা চালানোর ক্ষেত্রে রাস্তার এপাশ-ওপাশ, ডান-বাম,সাইট কিছুই চেনে না। তবুও তারা রিকশা চালক। অদক্ষ এইসব চালকেরা রাস্তায় অতি দ্রুত গতিতে রিকশা চালাতে গিয়ে বহু দুর্ঘটনাও ঘটছে।.

এলাকার সচেতন মহলের দাবি সর্বত্র লাইসেন্সবিহীন অপ্রাপ্তবয়স্ক ছোট ছোট বাচ্চারা অগণিত রিকশা-অটোরিকশা চালাচ্ছেন। প্রশাসনের কঠোর নজরদারী না থাকায়,অথবা মাসিক মাসোহারায় এসব শিশু কিশোর চালকরা অবৈধ রিকশা পেয়ে বেপরোয়া হয়ে উঠেছেন। এতে দিন দিন জঞ্জাল বৃদ্ধি পাচ্ছে। আর সরকার হারাচ্ছে মোটা অংকের রাজস্ব। সাধারণ মানুষের প্রত্যাশা এ ব্যাপারে যেনো অচিরেই স্থানীয় প্রশাসন অভিযান পরিচালনা করে বিধি মোতাবেক আইনি ব্যবস্থা গ্রহণ করেন।.

অনুসন্ধানে জানা গেছে,সরকারী অনুমোদনের বাধ্যবাধকতা না থাকায় এবং রাজস্ব প্রদানের সঠিক নিয়ম না থাকায় একশ্রেণীর অসাধু অর্থলোভী ব্যবসায়ীরা নিয়ন্ত্রণহীন ভাবে ব্যাটারী চালিত অটোরিক্সা তৈরী করে রাস্তায় নামিয়ে দিয়েছে। আর এসব অটো রিক্সা বিভিন্ন সড়কে অবাধে চলাচল করছে। এসব সড়কগুলোতে এই বাহন গুলো চলাচল করলেও ট্রাফিক বিভাগের দায়িত্বে নিয়োজিত ব্যাক্তিরা কোন ব্যবস্থা না নেয়ায় তারা আরো বেপরোয়া হয়ে উঠেছে। আর এসব যানবাহন গুলো থেকে একশ্রেণীর রাজনৈতিক দলের পরিচয়ধারী চাঁদাবাজ চক্র ও কিশোর গ্যাং প্রতিদিন মোটা অংকের চাঁদাবাজী করে নিয়ন্ত্রণ সংস্থাসহ সকলকে ম্যানেজ করায় সড়কে ব্যাটারী চালিত অটোরিক্সা চালকরা আরো বেশী বেপরোয়া হয়ে উঠেছে।.

এসব ব্যাটারী চালিত অটোরিকশা গুলো সড়কে চলাচল করতে গিয়ে যাত্রী জনসাধারণকে দূর্ঘটনার শিকার হতে হচ্ছে। যার ফলে সড়কে সড়ক দূর্ঘটনায় মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে ও যারা বেঁচে যাচ্ছেন,তারা পঙ্গুত্ব নিয়ে অতিকষ্টে দিনাতিপাত করছেন। আর আমরা তো দোকান খুলতেই পারিনা,দোকানের সামনে অটোরিকশা নিয়ে বসে থাকে,কিছু বললে গালিগালাজ করে। সড়কে এসব ব্যাটারী চালিত অটোরিকশা বন্ধে কমিটি গঠনে উদ্যোগ নিতে হবে বা সবাইকে একতাবদ্ধ হয়ে যানজট ও দূর্ঘটনা এড়াতে সচেতন হতে হবে বলে জানিয়েছেন,বাহুবল বাজারের প্রবীণ ব্যবসায়ী মোহাম্মদ তাউস।.

বাহুবল উপজেলার ০৪ নং সদর ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামের ফোরস্টোক সিএনজি চালক ও বিশিষ্ট ধর্মানুরাগী আক্তারুজ্জামান ওরফে আকতার জানান,ব্যাটারী চালিত অটোরিকশা সড়কে চলাচল করতে গিয়ে প্রতিনিয়ত সড়ক দূর্ঘটনার শিকার হচ্ছেন জনসাধারণ সহ সিএনজিচালিত ফোরস্টোক। বাহুবল টু মিরপুর বা বাহুবল টু পুটিজুরি সিএনজি নিয়ে যাবার সময় এদের জন্য পথিমধ্যে বিব্রতকর অবস্থায় পড়তে হয়। লক্ষ্য করেছি বেশিরভাগ অটোরিকশা চালকই ১৩-১৬ বছর বয়সের।আমার মনে হয় ব্যাটারী চালিত অটোরিকশার বিকল্প কিছু থাকলে জনসাধারণ এসব মরণ গাড়ীতে চলাচল করতো না।.

বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ রকিবুল ইসলাম খান বলেন,ব্যাটারি চালিত রিকশা চলাচল অনেক আগেই সরকার নিষিদ্ধ করেছে। হাইওয়ে পুলিশের জন্য তারা মূল সড়ক (ঢাকা-সিলেট) চলাচল করতে পারে না। তবে অভ্যন্তরীণ সড়কগুলোতে হাইওয়ে ও ট্রাফিক পুলিশ না থাকায় এসব রিকশা চলছে। এদের দৌরাত্ম বন্ধ করতে একা পুলিশ ও প্রশাসন একা কিছু করতে পারবেনা,এর জন্য প্রয়োজন এলাকার মানুষদের সচেতনতা ও সহযোগিতা।.

.

ডে-নাইট-নিউজ / বিশেষ প্রতিনিধি:

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ