নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, স্বাধীনতার ৫০ বছর পর এসে বিজয়ের আনন্দ পুড়ছে দুর্নীতির আগুনে; সেই আগুনের ছিটেফোটায় আমরা একের পর এক দেশের অর্থনীতির চালিকা শক্তি পুড়ে যাচ্ছে। ২৮ ডিসেম্বর সকাল ১০ টায় তোপখানা রোডস্থ কার্যালয়ে ‘বিজয়ের ৫০, নতুনধারার ১০ বছর ও আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। জাতীয় পেশাজীবীধারার সভাপতি বেবী রহমান চৌধুরীর সভাপতিত্বে এতে প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নান আজাদ, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, ভাইস চেয়ারম্যান কাজী জসীম, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা প্রমুখ।
সুশিক্ষা-সুসমাজ-ধর্ম-মানবতা’র মূল নীতিতে বিশ্বাসী স্বাধীনতার স্বপক্ষের রাজনৈতিকধারা নতুনধারা বাংলাদেশ এনডিবি ২০১২ সালের ৩০ ডিসেম্বর আত্মপ্রকাশের পর ২০১৭ সালের ৩০ ডিসেম্বর সকল শর্তপূরণ করে নিবন্ধনের আবেদন করে নির্বাচন কমিশনে। নতুনধারায় যোগ দিতে আগ্রহী স্বাধীনতার স্বপক্ষের যে কোন নাগরিক সরাসরি কার্যালয়ে এসে অথবা ফেসবুক পেইজ-ওয়েব সাইটে অথবা ০১৬১২-৩৭১৭৪১ নম্বরে নাম-ঠিকানা-জাতীয় পরিচয়পত্র নম্বর লিখে দিলেই প্রাথমিক সদস্য করে নেয়া হবে। .
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: