• ঢাকা
  • রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২৪ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

বিবিয়ানায় অব্যবহৃত গ্যাস পোড়ানোয় কম্পন, এলাকায় আতঙ্ক


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: মঙ্গলবার, ০৬ ডিসেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ১০:৪৫ এএম;
বিবিয়ানায় অব্যবহৃত গ্যাস পোড়ানোয় কম্পন, এলাকায় আতঙ্ক
বিবিয়ানায় অব্যবহৃত গ্যাস পোড়ানোয় কম্পন, এলাকায় আতঙ্ক

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় অবস্থিত দেশের অন্যতম গ্যাসক্ষেত্র বিবিয়ানা গ্যাসক্ষেত্রে অব্যবহৃত গ্যাস পোড়ানোয় আগুনের লেলিহান শিখা বিকট শব্দ শুনে এলাকাবাসীর মাঝে আতঙ্ক-উৎকণ্ঠার সৃষ্টি হয়েছে। আশপাশের কয়েকটি গ্রামের বাড়ি-ঘরে মৃদু কম্পন অনুভূত হয়েছে। গতকাল  রাত ৮টার দিকে বিবিয়ানা গ্যাসক্ষেত্রের উত্তর প্যাডে ঘটনা ঘটে। তবে কর্তৃপক্ষ জনসাধারণকে আতঙ্কিত না হওয়ার জন্য আহ্বান জানিয়েছে।.

বিবিয়ানা কর্তৃপক্ষ স্থানীয় সূত্র জানায়, আজ সোমবার রাতে নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের বক্তারপুর গ্রামে অবস্থিত বিবিয়ানা (উত্তর) প্যাড হতে হঠাৎ করে গ্যাসের অগ্নিকুণ্ড দেখতে পান পাশ্ববর্তী করিমপুর, নাদামপুর, বক্তারপুরসহ কয়েক গ্রামের মানুষ। এরপর আশাপাশের গ্রামগুলোতে বাড়ি-ঘরে মৃদু কম্পন অনুভূত হয়। ফলে মানুষের মনে আতঙ্ক-উৎকণ্ঠা দেখা দিয়েছে।.

নাদামপুর গ্রামের বাসিন্দা জুবায়ের আহমেদ পাঠান বলেন, ‘হঠাৎ করে রাতে বিবিয়ানা গ্যাস ফিল্ডে আগুনের শিখা দেখা যায় বিকট শব্দ হতে থাকে, এবং আস্তে আস্তে তা বড় আকার ধারণ করে, এরপর আমার ঘরসহ আশপাশের বাড়িঘরে মৃদু ভূমিকম্প অনুভূত হয়, যা অব্যাহত রয়েছে। এর আগেও গ্যাস ফিল্ড কর্তৃপক্ষ গ্যাস পুড়ানোর কারণে অগ্নিকুণ্ড দেখা গেছে, তবে বাড়িঘর কাঁপেনি।.

প্রসঙ্গে শেভরন বাংলাদেশের মুখপাত্র শেখ জাহিদুর রহমান বলেন, “প্রতিবছর গ্যাসফিল্ডের (উত্তর) প্যাডেফ্লেয়ারিবা অব্যবহৃত গ্যাস পোড়ানো হয়। এর ফলে অগ্নিকুণ্ড দেখা যায়। এবারও আমরাফ্লেয়ারিবা অব্যবহৃত গ্যাস পোড়ানোর ফলে বিকট শব্দ গ্যাসের অগ্নিকুণ্ড দেখা দিয়েছে।তিনি এলাকাবাসীকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানান।. .

ডে-নাইট-নিউজ / উজ্জ্বল আহমেদ, হবিগঞ্জ॥

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ