• ঢাকা
  • রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২৪ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

বিশ্বনাথে গণসংযোগ করলেন মেয়র প্রার্থী জালাল উদ্দিন


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২ খ্রিস্টাব্দ, ১০:৩১ এএম;
বিশ্বনাথে গণসংযোগ করলেন মেয়র প্রার্থী জালাল উদ্দিন
বিশ্বনাথে গণসংযোগ করলেন মেয়র প্রার্থী জালাল উদ্দিন

উৎসবে পরিণত হয়েছে বিশ্বনাথ পৌর শহর। পৌর নির্বাচনকে ঘিরে মানুষের মধ্যে বিরাজ করছে আনন্দ-উচ্ছ্বাস। নির্বাচনী প্রতিক পেয়ে প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মেয়র ও কাউন্সিলার প্রার্থীরা।.

বুধবার (১৯ অক্টোবর) পৌর শহরে স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী ও বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের সাবেক ২ বারের চেয়ারম্যান জালাল উদ্দিন মোটর শোভাযাত্রায় ‘হেঙ্গার প্রতিকে ভোট চেয়ে গণসংযোগ করেছেন। এসময় তিনি ছাদখোলা নোহা গাড়ী থেকে ভোটারদের সালাম জানান এবং হেঙ্গার প্রতিকে ভোট কামনা করেন।.

মোটর শোভা যাত্রায় জালাল উদ্দিন পৌর শহরের পুরানবাজার থেকে গণসংয়োগ শুরু করে শহরের প্রধান প্রধান সড়কে গণসংয়োগ শেষে পুরানবাজারে এসে গণসংয়োগ শেষ করেন। এসময় তাঁর সাথে ছিলেন উপজেলা, পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।.

উল্লেখ্য, তফসিল অনুযায়ী ২০১৯ সালের ২১ অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় বিশ্বনাথ পৌরসভা হিসেবে অনুমোদন পাওয়া বিশ্বনাথ পৌরসভার মনোনয়ন দাখিলের শেষ তারিখ ছিল ৬ অক্টোবর, মনোনয়নপত্র বাছাই ১০ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ অক্টোবর, প্রতীক বরাদ্দ ১৮ অক্টোবর। ২রা নভেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।. .

ডে-নাইট-নিউজ / মিজানুর রহমান মিজান:

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ