মায়ের মুখে ফুটাবো হাসি, সুস্থ হবে মায়ের প্রান তার জন্যই করলাম আমি হাসি মুখে রক্তদান। মানবতার ডাকে সাড়া দিয়ে জরুরি মুহুর্তে হবিগঞ্জ সদর হাসপাতালে এসে রক্তশূন্যতা এক বোন কে, রক্ত দান করেন ব্লাড সোসাইটি হবিগঞ্জ সংগঠনের সদস্য মোঃ তোফাজ্জুল ইসলাম, কোথাও রক্ত পাওয়া যাচ্ছে না দেখে পরিবারের লোকজন ভেঙে পড়েন...এমন সময়ে এগিয়ে এলেন হাসপাতালে, ব্লাড সোসাইটি হবিগঞ্জ সংগঠনের সদস্য মোঃ তোফাজ্জুল ইসলাম। বি পজেটিভ রক্তদানে বেঁচে গেল একটি প্রাণ। .
ব্লাড সোসাইটি পরিবারের উপদেষ্টা -মোঃ আবু নাসের মোহাম্মদ ( শাহিন) ব্লাড সোসাইটি পরিবারের সভাপতি, সাংবাদিক মোঃ আজিজুল ইসলাম হৃদয় ও সাংবাদিক মোঃ জুনায়েদ মিয়া। ব্লাড সোসাইটি পরিবারের সদস্য - মোঃ শিহাব আহমেদ। মোঃ রাব্বি আহমেদ। তারা বক্তব্যে বলেন রক্তদান হলো একটি মহৎ কাজ আমরা একাত্তরের সময় মা বোন ও ভাইদের বাঁচাতে যুদ্ধ করতে পারিনী শুধু শুনেছি ১১ লক্ষ শহীদের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে।.
তাই সেই কথা চিন্তা করে আমরা কয়েক ১০০ রক্তদাতাদের নিয়ে ব্লাড সোসাইটি সংগঠন করি। আমাদের কাজ হল মানবসেবা ও মুমূর্ষু রোগিদের রক্তদান করা, এই পর্যন্ত আমরা ব্লাড সোসাইটি পরিবারের পক্ষ থেকে ১৭১৪ জন কে রক্তদানে সক্ষম হয়েছি। আপনাদের ভালবাসায় আরও সামনে এগিয়ে যেতে চাই। . .
ডে-নাইট-নিউজ / উজ্জ্বল আহমেদ, হবিগঞ্জ:-
আপনার মতামত লিখুন: