• ঢাকা
  • শনিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২৩ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

লক্ষ্মীপুরের কমলনগর থানায় পুলিশ সুপারের মতবিনিময়


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ০৪:৩৪ পিএম;
লক্ষ্মীপুরের কমলনগর থানায় পুলিশ সুপারের মতবিনিময়
লক্ষ্মীপুরের কমলনগর থানায় পুলিশ সুপারের মতবিনিময়

লক্ষ্মীপুরের কমলনগর থানায় স্থানীয় গণ্যমান্য, সুশীল সমাজ. বিভিন্ন রাজনৈতিক দল. জনপ্রতিনিধি, সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন জেলা পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ।.

কমলনগর থানার আয়োজনে বুধবার বিকাল ৪ টায়( ২১ সেপ্টেম্বর ) থানা প্রাঙ্গণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।.

কমলনগর থানা অফিসার ইনচার্জ মোঃ সোলায়মান  এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ,  বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পি, উপজেলা  আ'লীগের সভাপতি নিজামউদ্দিন এবং সাধারন সম্পাদক এডভোকেট নুরুলআমিন রাজু উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার  রক্সি  ।  এ সময় উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান ,মেম্বার ও মুক্তিযুদ্ধাগণ । আরো উপস্থিত ছিলেন বিভিন্ন  সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, থানার অন্যান্য অফিসারগণ এবং পুলিশ সদস্যরা।.

মতবিনিময় কালে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ বলেন, মুজিব বর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার এ শ্লোগানকে সামনে রেখে এ জেলার আইন, শৃংখলা, উন্নয়ন অগ্রগতিতে আমরা নিজেদের নিয়োজিত রাখবো। পাশাপাশি সামাজিক সাংস্কৃতিক ক্ষেত্রে আমাদের ভূমিকা থাকবে অগ্রগণ্য। পুলিশকে জনগণ ভয় পাবেনা ভয় পাবে অপরাধীরা। পুলিশ হবে জনগণের বন্ধু।. .

ডে-নাইট-নিউজ / নাসির মাহমুদ (লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি)

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ